জাপার লংমার্চের স্লোগান ‘চলো চলো তিস্তায় চলো’

জাপার লংমার্চের স্লোগান ‘চলো চলো তিস্তায় চলো’

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এবিএম রহুল আমিন হাওলাদার এমপি ‘চলো চলো তিস্তায় চলো চলো’ স্লোগান নিয়ে আগামী ১৭ ও ১৮ জানুয়ারি তিস্তা অভিমুখে দলের লংমার্চে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার কমিউনিটি সেন্টারে আয়োজিত জাতীয় পার্টির তিস্তা অভিমুখে লংমার্চের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এ সময় তিনি আরও বলেন, ‘উত্তরাঞ্চলের বৃহত্তম তিস্তা নদীর পানি চুক্তি না হওয়া সরকার পতনের কাল হতে পারে।’

তিনি সরকারের বিভিন্ন কার্যক্রমের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তিস্তা পানি চুক্তি কোনো দলের একার নয়। এটি দেশের জাতীয় সমস্যা।’

পাটগ্রাম উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এটিএম নুরুজ্জামান নুরুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- সাবেক মন্ত্রী তাজুল ইসলাম চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা, আলহাজ করিম উদ্দিন ভরসা, আব্দুর রশিদ এমপি, যুগ্ম-মহাসচিব শওকত হোসেন, লালমনিরহাট জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবার রহমান প্রমুখ।

পাটগ্রামে প্রস্তুতিমূলক সভার আগে হাতিবান্ধায় এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রুহুল আমিন হাওলাদার।

 

Source: Banglanews24.com

রাজনীতি শীর্ষ খবর