নিবন্ধিত দলগুলোকে নিয়ে এক সঙ্গে বসতে চায় ইসি

নিবন্ধিত দলগুলোকে নিয়ে এক সঙ্গে বসতে চায় ইসি

অনেক ওজর-আপত্তির পর অবশেষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার বিষয়ে সম্মত হয়েছে কাজী রকিব উদ্দীন আহমদের নেতৃত্বের পাঁচ সদস্যের বর্তমান নির্বাচন কমিশন (ইসি)।

তবে নিবন্ধিত ৩৮ রাজনৈতিক দলের সঙ্গে আলাদা করে নয়, এক টেবিলে বসে আলোচনা করতে চায় ইসি।

কমিশন সচিবালয়ের উর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। অক্টোবরের প্রথমার্ধে জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপের পর ইসি রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত সংলাপের কৌশল এবং বিষয়বস্তু চূড়ান্ত করবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ইসি সচিবালয় থেকে বর্তমান কমিশনকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে রাজি করানো হয়। এ ক্ষেত্রে চলতি মাসের প্রথমার্ধে সুশীল সমাজের সঙ্গে ইসির বৈঠকে ও সমাজের বিশিষ্টজনেরা ইসিকে রাজনৈতিক সংলাপের পরামর্শ দেন।
শুরুতে ইসির চলমান সংলাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে রাজি ছিল না ইসি।

সিইসি কাজী রকিব উদ্দীন আহমদসহ অন্য কমিশনাররা এখনই নয়, জাতীয় নির্বাচনের আগেই দলগুলোর সঙ্গে সংলাপে বসার কথা বলেন।

কিন্তু সুশীল সমাজের প্রতিনিধিরা ইসিকে বলেন, ভোটার তালিকা হালনাগাদ, জাতীয় সংসদের সীমানা নির্ধারণ ও আরপিও সংশোধনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামতই সবচেয়ে জরুরি।

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, “আমারা ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা নির্ধারণ চূড়ান্তের পরই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে চাইছিলাম।”

ইসি সচিবালয় সূত্র জানায়, সব নিবন্ধিত রাজনৈতিক দলের দুইজন করে প্রতিনিধি সংলাপে ডাকা হবে। সবার জন্য আলাদা চেয়ার নির্দিষ্ট থাকবে। নির্দিষ্ট বিষয়ে কেবল দলগুলোর মতামত শুনবে ইসি। এরপর সব মতামত এক করে ইসি একটি গ্রহণযোগ্য কর্মপরিকল্পনা ঠিক করবে।

বাংলাদেশ