জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমার কাঁধে ভর দিয়ে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না। জাতীয় পার্টি কারো ক্ষমতার মই হবে না।’
তিনি বলেন, ‘আগামীতে জাতীয় পার্টি একক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে দেশের মানুষকে শান্তি দিবে।’
বুধবার ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নবীনগর হাইস্কুল মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বৈরশাসক এরশাদ এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে আমরা ২০০ আসনে জাতীয় পার্টির প্রার্থী ঠিক করেছি। আপনারা (জনগণ) আমাকে আরও প্রার্থী দেন। আমি ক্ষমতায় গিয়ে আপনাদের শান্তি ও সমৃদ্ধি দেব।’
তিনি বলেন, ‘ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু আমি বলেছিলাম ইসলামকে রাষ্ট্রধর্ম রাখতে হবে। ইসলাম রাষ্ট্রধর্ম আছে। থাকবেও ইনশাল্লাহ।’
এর আগে বেলা আড়াইটায় হেলিক্যাপ্টারযোগে নবীনগর সরকারি কলেজমাঠে অবতরণ করে তিনি জনসভা স্থলেযোগ দেন।
জনসভায় তিনি ছাড়াও বক্তব্য রাখেন, পার্টির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর মো. আদেল, এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সচিব সুনীল শুভরায়, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, যুগ্ম-মহাসচিব রেজাউল ইসলাম ভূইয়া, কেন্দ্রীয় সদস্য কাজী মামুনুর রশিদ, জেলা সাধারণ সম্পাদক সফিকুর রহমান সহিদ, সাংগঠনিক সম্পাদক নাসির আহাম্মেদ খান প্রমুখ।
বক্তব্যে জেলা ও উপজেলা নেতারা মহাজোট ছেড়ে জাতীয় পার্টির পক্ষ থেকে এককভাবে নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করেন এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে পার্টি চেয়ারম্যানকে তাগিদ দেন।
এদিকে, এরশাদকে স্বাগত জানাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ মিছিল নিয়ে জনসভাস্থলে উপস্থিত হন। এরশাদ আসার আগেই সমাবেশস্থল কয়েক হাজার মানুষে পূর্ণ হয়ে যায়।
Source: Banglanews24.com