তিন বোনের তথ্যচিত্র নির্মাণ করবেন সুচন্দা

তিন বোনের তথ্যচিত্র নির্মাণ করবেন সুচন্দা

দেশীয় চলচ্চিত্রের তিন যুগের তিন সফল নায়িকা তিন বোন সুচন্দা, ববিতা ও চম্পা।

১৯৬৬ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘কাগজের নৌকা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে নায়িকা হিসেবে সুচন্দার অভিষেক ঘটে। এরপর অনেক ছবিতে তিনি নায়িকা হিসেবে অভিনয় করেছেন। ছোট দুই বোন ববিতা এবং চম্পাকে চলচ্চিত্রের সাথে তিনি নিজেই সম্পৃক্ত করেছেন।

ববিতাকে জহির রায়হান পরিচালিত ‘সংসার’ ছবিতে এবং চম্পাকে শিবলী সাদিক পরিচালিত ‘তিন কন্যা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত করান। সুচন্দার বাবার ইচ্ছে ছিলো তিন বোনকে একসাথে ছোট পর্দায় দেখার। বাবার সেই স্বপ্নকে বাবার মৃত্যুর পর হলেও পূরণ করেছিলেন সুচন্দা তার প্রযোজনা সংস্থা ‘সুচন্দা চলচ্চিত্র’ থেকে ‘তিন কন্যা’ ছবিটি নির্মাণের মধ্য দিয়ে। ছবিটি ১৯৮৫ সালে মুক্তি পায়। বাবার স্বপ্ন পূরণের পর এবার সুচন্দা নিজের স্বপ্ন পূরণের পথে পা বাড়াতে যাচ্ছেন।

সুচন্দার দীর্ঘদিনের স্বপ্ন তিন বোনকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করার, যেখানে প্রত্যেকের ছোটবেলার ইতিহাসসহ কৈশোর এবং বড়বেলার নানান কিছু স্থান পাবে। থাকবে চলচ্চিত্রে তিন বোনের বিভিন্ন সময়ের সুখ দুঃখের কথা, থাকবে তিন বোনের অর্জনের কথা। সেই সাথে থাকবে বিভিন্ন সময়ের সংশ্লিষ্ট ব্যক্তিরও অভিব্যক্তি।

সুচন্দা বলেন, ‘এরইমধ্যে আমি তিন বোনের তথ্যচিত্রের ওপর একটি অবকাঠামো দাঁড় করিয়েছি। আশাকরি আগামী বছরই এর কাজ শুরু করবো। জানি এটি অনেক কঠিন একটি কাজ হবে। তারপরও আমার এই স্বপ্ন আমি পূরণ করে যেতে চাই। কারণ এটা সত্যিই বিরল যে আমরা তিন বোনই তিন যুগে চলচ্চিত্রে শীর্ষ অবস্থানে ছিলাম। ভিন্ন কোন দেশ হলে আমাকে ব্যক্তিগতভাবে এই উদ্যোগ হয়তো নিতে হতো না। কিন্তু অনেক পরে হলেও আমাকেই এই উদ্যোগ নিতে হচ্ছে।’ সুচন্দা আরও জানান, তথ্যচিত্রের নামটি এখনো চূড়ান্ত হয়নি। নামটি দর্শকের জন্য থাকছে সারপ্রাইজ হিসেবে।

বড়বোনের এই উদ্যোগ প্রসঙ্গে চম্পা বলেন, ‘বিষয়টি সম্পর্কে এরইমধ্যে আমি জেনেছি। বুবুর স্বপ্নকে পূরণ করতে যথাসাধ্য চেষ্টা করবো আমি।’

উল্লেখ্য, কোহিনূর আক্তার সুচন্দা ‘হাজার বছর ধরে’ ছবিটি নির্মাণের জন্য পরিচালক হিসেবে ২০০৮ সালের ২৩ অক্টোবর জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ববিতা নায়িকা হিসেবে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন মিতা পরিচালিত ‘আলোর মিছিল’ ছবিতে অভিনয়ের জন্য। চম্পা প্রথম নায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন গৌতম ঘোষ পরিচালিত ‘ পদ্মা নদীর মাঝি’ ছবিতে অভিনয়ের জন্য।

বিনোদন