সুচিত্রা সেন (এপ্রিল ৬ ১৯২৯) ভারত তথা পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত অভিনেত্রী । বিশেষ করে উত্তম কুমারের সাথে অভিনয়ের কারনে তিনি সারা বাংলায় প্রচন্ড জনপ্রিয় হন।
উত্তম-সুচিত্রা জুটি আজও বাংলা চলচ্চিত্রের শ্রেষ্ঠ জুটি হিসেবে পরিচিত। গত বৃহস্পতিবার সন্ধেয় বাঁ হাতের কব্জি ভেঙে মিন্টো পার্কের একটি নার্সিংহোমে ভর্তি হয়েছেন সুচিত্রা সেন। দু’তিনদিন আগে বাড়িতে পড়ে যান মহানায়িকা।
নার্সিংহোমে ভর্তি হওয়ার পর রাতেই অস্ত্রোপচার করা হয়। হাসপাতাল সূত্রে খবর, বাঁ হাতের কব্জি ফুলে যায়।
সঙ্গে প্রচণ্ড যন্ত্রণা। বাড়িতেই হাতের এক্স-রে করে রিপোর্টে দেখা যায়, কব্জি ভেঙেছে। তাঁর অবস্থা স্থিতিশীল। যদিও অক্সিজেন ও অ্যান্টি বায়োটিক চলছে। আপাতত চিকিত্সক সুব্রত মৈত্রের তত্ত্বাবধানে স্পেশাল ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন কিংবদন্তী নায়িকা।
১৯৭৮ সালে সুদীর্ঘ ২৫ বছর অভিনয়ের পর তিনি চলচ্চিত্র থেকে অবসরগ্রহণ করেন। এর পর তিনি লোকচক্ষু থেকে আত্মগোপন করেন এবং রামকৃষ্ণ মিশনের সেবায় ব্রতী হন। ২০০৫ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য সুচিত্রা সেন মনোনীত হন, কিন্তু ভারতের প্রেসিডেন্টের কাছ থেকে সশরীরে পুরস্কার নিতে দিল্লী যাওয়ায় আপত্তি জানানোর কারনে তাকে পুরস্কার দেয়া হয় নি।
তার মেয়ে মুনমুন সেন এবং নাতনী রিয়া সেন ও রাইমা সেনও চলচ্চিত্রে অভিনয় করেছেন।