বাংলাদেশে তৈরি হবে বিশ্বখ্যাত জাপানি হোন্ডা মোটর সাইকেল

বিশ্বখ্যাত জাপানি হোন্ডা মোটরস কোম্পানি লিমিটেড উন্নত প্রযুক্তিতে বাংলাদেশে মোটর সাইকেল উৎপাদন ও সংযোজন করবে।
এ লক্ষ্যে আজ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি) এবং হোন্ডা মোটরস কোম্পানি লিমিটেডের মধ্যে যৌথ কোম্পানি গঠনের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
বিএসইসি‘র পক্ষে সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান এবং হোন্ডা মোটরস কোম্পানির পক্ষে প্রতিষ্ঠানের মোটর সাইকেল বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক তসিয়োকা ইনোমা চুক্তিতে স্বাক্ষর করেন।
শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, হোন্ডা মোটরস কোম্পানির মোটর সাইকেল বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক তসিয়োকা ইনোমা, বিএসইসি‘র চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান বক্তৃতা করেন।
এ সময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলমসহ শিল্প মন্ত্রণালয়, বিএসইসি এবং জাপানের হোন্ডা মোটরস্ কোম্পানির ঊর্ধ¡তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী যৌথ বিনিয়োগে স্থাপিত এ কোম্পানির নাম হবে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। প্রাথমিকভাবে ৬১ কোটি টাকা মূলধন নিয়ে এ কোম্পানি যাত্রা শুরু করবে। পর্যায়ক্রমে এর মূলধন বৃদ্ধি করা হবে। এ কোম্পানির শতকরা ৭০ ভাগ মালিকানা হোন্ডা মোটরস কোম্পানি এবং ৩০ ভাগ মালিকানা বিএসইসির থাকবে।
পাঁচ সদস্যের একটি পরিচালনা পর্ষদ এ কোম্পানি পরিচালনা করবে। এর মধ্যে ৩ জন পরিচালক জাপানি হোন্ডা কোম্পানি এবং ২ জন বিএসইসি থেকে মনোনীত হবেন। বিএসইসি‘র পরিচালকদের থেকে একজন কোম্পানির চেয়ারম্যান এবং হোন্ডা কোম্পানির পরিচালকদের মধ্য থেকে একজন ব্যবস্থাপনা পরিচালক মনোনীত হবেন।
চুক্তিতে বলা হয়, গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভাড়া করা জায়গায় প্রথমে কোম্পানির কারখানা গড়ে তোলা হবে। পরবর্তীতে বিএসইসি‘র নিজস্ব জমিতে এ কারখানা স্থানান্তর করা হবে। প্রথম বছর কারখানায় ১০ হাজার পিস্ মোটর সাইকেল সংযোজনের লক্ষ্যমাত্রা রয়েছে। দ্বিতীয় বছর তা বাড়িয়ে ৩৫ হাজার এবং তৃতীয় বছর তা ৭০ হাজার পিস্ েউন্নীত করা হবে। চতুর্থ বছরে নিজস্ব জায়গায় স্থাপিত কারখানায় ১ লাখ পিস্ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।
নতুন এ কারখানায় প্রাথমিকভাবে ১শ‘ লোকের কর্মসংস্থান হবে। কারখানার সংযোজন ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে নতুন জনবলের কর্মসংস্থান সৃষ্টি হবে।
প্রধান অতিথির বক্তৃতায় শিল্পমন্ত্রী বলেন, এ চুক্তির মাধ্যমে প্রমাণ হচ্ছে বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে। এর মাধ্যমে বিশ্বের অন্যান্য খ্যাতনামা শিল্প উদ্যোক্তারাও বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট হবে।
তিনি বলেন, মহাজোট সরকারের শিল্প ও বিনিয়োগ নীতি নির্দেশনা অনুযায়ী দেশি-বিদেশি উদ্যোক্তাদের বিশেষ সুযোগ দেয়া হচ্ছে। হোন্ডা মোটরস কোম্পানির বিনিয়োগের ফলে বাংলাদেশে জাপানের হাইটেক প্রযুক্তি হস্তান্তরের সুযোগ সৃষ্টি হবে ।

অর্থ বাণিজ্য