মেক্সিকোতে কুখ্যাত মাদক চক্র জেটাসের নেতা গ্রেফতার

মেক্সিকোতে কুখ্যাত মাদক চক্র জেটাসের নেতা গ্রেফতার

কুখ্যাত মাদক চক্র জেটাসের এক মূল হোতাকে গ্রেফতার করেছে মেক্সিকোর নিরাপত্তা বাহিনী। পুলিশ জানিয়েছে এল তালিবান ওরফে জে-৫০ নামে পরিচিত ইভান ভেলাকুয়েজ ক্যাবালেরো কুখ্যাত মাদক চক্র জেটাসের একজন শীর্ষ  কমান্ডার। তবে আটক ব্যক্তি সত্যিই ইভান ভেলাজকুয়েজ কি না তা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

এদিকে এই গ্রেফতারের আগ দিয়ে খবর বের হয় যে কুখ্যাত এই মাদক সন্ত্রাসী নেতা জেটাস থেকে বেরিয়ে এর প্রতিদ্বন্দ্বী অপরাধী চক্র গালফ কার্টেলে যোগ দিয়েছেন।

নৃশংসতার জন্য কুখ্যাত এই অপরাধী নেতা মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত অনেকগুলো গুরুত্বপূর্ণ মাদক পাচার রুট নিয়ন্ত্রণ করে থাকেন। তাকে ধরতে এর আগে তিন কোটি পেসো বা ২৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিলো মেক্সিকো কর্তৃপক্ষ।

ইভান ক্যাবালেরো মেক্সিকোর উত্তর পূর্বাঞ্চলীয় জাকাটেকাস, নুয়েভো লিও এবং সান লুইস পোতোসি প্রদেশে জেটাস অপরাধী চক্রের প্রধান কমান্ডার বলে জানিয়েছে পুলিশ।

জেটাসে তার নেতৃত্বাধীন অংশ মিগুয়েল অ্যানগেল ত্রেভিনো নামের জেটাসের অপর এক প্রভাবশালী শীর্ষ নেতার অনুগত অংশের সঙ্গে বিবাদে লিপ্ত। জেটাসের এই আভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে সাম্প্রতিক সময় সংঘটিত বেশ কিছু নৃশংস হত্যাকা-ের সঙ্গে তার যোগসূত্র আছে বলে ধারণা করা হয়।

আন্তর্জাতিক