চৌমুহনী সড়কের চার লেনের ৬২ শতাংশ কাজ শেষ হয়েছে বলে দাবি করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে চৌমুহনীতে সড়কের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, “নোয়াখালী-ফেনী মহাসড়কের চৌমুহনী সড়কের চার লেনের ৬২ শতাংশ কাজ শেষ হয়েছে। এ অসমাপ্ত কাজ আগামী ৮ মাসের মধ্যে শেষ করার চেষ্টা করা হবে।”
মন্ত্রী আরও বলেন, “আগামী ৮ মাসের মধ্যে দেশের ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু যতটুকু সম্ভব মেরামত করে যানচলাচলের উপযোগী করা হবে। এর বাইরে বড় ধরনের কোনো পরিকল্পনা গ্রহণ করা সম্ভব নয়।”
তিনি বলেন, “৪ লেনের এ কাজ শেষ করতে গিয়ে রেলের যেসব জায়গা অবৈধ দখলে রয়েছে, তা উদ্ধার করা হবে। এক্ষেত্রে কাউকেই সময় দেওয়া হবে না।”
এসময় মন্ত্রী চার লেনের কাজে ধীরগতির জন্য অসন্তোষ প্রকাশ করেন।
এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “টাকা ছাড় না দিলে কাজ শেষ হবে না। এ বছরও ৫ কোটি টাকা দেওয়া হয়েছে।”
চৌমুহনী শহরে বাস ও সিএনজি স্ট্যান্ড নির্মাণের জায়গা খোঁজা হচ্ছে বলেও জানান তিনি।
এরপর কাদের নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ছোট ফেনী নদীর ভাঙন এলাকায় পরিদর্শন করেন।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “মুছাপুর এলাকায় ভাঙন রোধে ১৭ কোটি টাকার কাজ এখন ৫৪ কোটি ৫ লাখে দাঁড়িয়েছে। ভাঙন কবলিত এলাকার মানুষ খুব কষ্টে দিনযাপন করছেন। সেটা সরকারও জানে। আশা করছি, রেগুলেটর নির্মাণের যে প্রকল্প নেওয়া হয়েছে, তা সহসাই শুরু হবে।”
এর আগে মন্ত্রী সকালে চাঁদপুর জেলার বিভিন্ন সড়ক পরিদর্শন শেষে সড়কের কাজে অসন্তোষ প্রকাশ করেন। এসময় দায়িত্বে অবহেলার জন্য চাঁদপুরের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুর রহমানকে শোকজ করেন।