এডিবির সঙ্গে ৫৬০ কোটি টাকার ঋণ ও অনুদান চুক্তি সই

এডিবির সঙ্গে ৫৬০ কোটি টাকার ঋণ ও অনুদান চুক্তি সই

বাংলাদেশ সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মধ্যে আরবার প্রাইমারি হেলথ ডেলিভারি প্রজেক্টের জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ৪০০ কোটি টাকা) একটি সহজ শর্তের ঋণচুক্তি ও ২০ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ১২০ কোটি টাকা) একটি অনুদান চুক্তি সই হয়েছে।

বুধবার বিকেল ৩টায় শেরে-ই বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষ -২ এ চুক্তি সই হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইকবাল মাহমুদ এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর তেরেসা খো এই ঋণচুক্তিতে সই করেন।

এই ঋণ সহায়তা শহরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ব্যয় করা হবে।

এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৮১ মিলিয়ন ডলার। এর মধ্যে এডিবির ঋণ ও অনুদানের অর্থ এবং বাংলাদেশ সরকার ১১ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করবে।

ঢাকা-উত্তর, ঢাকা-দক্ষিণ, চট্রগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, কুষ্টিয়া, সিরাজগঞ্জ ও টঙ্গী পৌরসভা এলাকায় জুলাই ২০১২ থেকে জুন ২০১৭ পর্যন্ত সময়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

এ প্রকল্পের মূল উদ্দেশ্য নারী, শিশু ও দারিদ্র জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিশ্চিত করা।

সচিব ইকবাল মাহমুদ বলেন, “১০টি সিটি কর্পোরেশন এবং ৬টি পৌরসভায় এই টাকা ব্যয় করা হবে।”

এই ঋণচুক্তি ও অনুদানচুক্তির জন্য সচিব এডিবিকে ধ্যনাবাদ জানান।

উল্লেখ, বাংলাদেশ ১৯৭৩ সালে এডিবির সদস্যপদ লাভ করার পর এডিবি ১৩ বিলিয়র মার্কিন ডলারের অধিক ঋণ-অনুদান সহায়তা দিয়েছে।

উন্নয়ন সহায়তার ক্ষেত্রে এডিবি প্রধানত বিদ্যুৎ, জ্বালানি, স্থানীয় সরকার, পরিবহন, শিক্ষা, কৃষি, পানিসম্পদ এবং সুশাসন প্রতিষ্ঠার বিষয়কে প্রধান্য দেয়।

অর্থ বাণিজ্য