ঢাকায় শুরু হয়েছে কোঅপারেটিভ ডেভলপমেন্ট অব অপারেশনাল সেফটি এন্ড কন্টেইনিং এয়ারঅর্থিনেস প্রোগ্রাম-সাউথ এশিয়া (কসক্যাপ -এসএ) ২২তম স্টিয়ারিং কমিটির সভা।
বুধবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে এর উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান। দক্ষিণ এশিয়ার ৮টি দেশ নিয়ে কসক্যাপ-এসএ গঠিত। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান।
বাতসরিক এ সভায় আঞ্চলিক নিরাপত্তা ,নীতিমালা, বাজেট, বার্ষিক কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে। সভায় দাতা ও উন্নয়ন অংশীদারদের অবদান উপস্থাপন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিমানমন্ত্রী বলেন, বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা বিধানই আমাদের প্রথম অগ্রাধিকার। কসক্যাপ বাংলাদেশের বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা বিধানে ভূমিকা রাখবে। সেই সঙ্গে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও কসক্যাপ একে অপরকে সহযোগিতা করবে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান ও কসক্যাপ-এসএর সভাপতি এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন।