অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিশ্বব্যাংকের বিবৃতি পদ্মাসেতু প্রকল্পের অর্থায়নে কোনো প্রভাব ফেলবে না।
বুধবার সিলেটে চারদিনের সরকারি সফরে আসেন অর্থমন্ত্রী। দুপুর ২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সংবর্ধনা দেয় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ফেব্রুয়ারি মাসের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে বড় বড় সব চুক্তি স্বাক্ষর করবে সরকার।”
এই সময় তিনি জানান, পদ্মাসেতু নিয়ে কোনো দুর্নীতি হয়নি, ভবিষ্যতেও হবে না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, “পদ্মাসেতুতে কোনো দুর্নীতি এখনো প্রমাণিত হয়নি। তাই সরকার এখন আরো সতর্ক থাকবে।”
মুহিত জানান, বিশ্বব্যাংকের প্রতিনিধিদল আগামী ১ অক্টোবর ঢাকায় আসছেন। তাদের সঙ্গে আলোচনা করেই প্রকল্প বাস্তবায়নের কৌশল নির্ধারণ করা হবে।
পদ্মা সেতুর নকশা পরিবর্তন হবে কি না জানতে চাইলে মুহিত বলেন, “ডিজাইন ঠিক থাকবে, শুধু শিডিউল ও বাস্তবায়ন (ইমপ্লিমেন্টেশন) বদলাবে।”
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির সুফিয়ান এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে, বুধবার পদ্মা বহুমুখী সেতু প্রকল্প নিয়ে নতুন করে আরেকটি বিবৃতি দিয়েছে বিশ্বব্যাংক। এতে বলা হয়েছে, পদ্মাসেতুর ব্যাপারে বিশ্বব্যাংকের অবস্থান নিয়ে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ভুল তথ্য উপস্থাপন করেছেন। বিশ্বব্যাংকের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়েছে।