ইন্দোনেশিয়ায় দু’শতাধিক যাত্রী নিয়ে ফেরিডুবি

ইন্দোনেশিয়ায় দু’শতাধিক যাত্রী নিয়ে ফেরিডুবি

ইন্দোনেশিয়ার সুমাত্রার উপকূলে বুধবার সকালে ২শ’র বেশি যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী ফেরি ডুবে গেছে। বিপরীত দিক থেকে আসা একটি কার্গো ট্যাংকারের সঙ্গে ধাক্কা লেগে ’কে এম বাহুগা জায়া’ নামের ফেরিটি ডুবে যায় বলে জানা যায়।

উদ্ধারকারীরা ডুবে যাওয়া ফেরির ৮ যাত্রীর লাশ উদ্ধার করেছে। তবে ২শ’৭ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা দ্বীপে অবস্থিত মেরাক বন্দর থেকে বুধবার সকালে ফেরিটি সুমাত্রার উদ্দেশ্যে ছেড়ে আসে বলে জানান ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন দপ্তরের মুখপাত্র সুতোপো পুরো নুগরোহো।

পরিবহন মন্ত্রনালয়ের মুখপাত্র বামবাগং আরভেন সংবাদমাধ্যমকে জানান, ফেরিটি যাত্রীর পাশাপাশি ট্রাক, গাড়ি এবং মোটরসাইকেলে বোঝাই ছিলো।

জাহাজ এবং নৌযানের দুর্বল কাঠামো এবং সরকারের দুর্বল নজরদারির কারণে দ্বীপবহুল দেশ ইন্দোনেশিয়ায় এই ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।

আন্তর্জাতিক