দ্বিতীয় প্রান্তিকে ৯৬২ কোটি টাকার রাজস্ব আয় রবির

দ্বিতীয় প্রান্তিকে ৯৬২ কোটি টাকার রাজস্ব আয় রবির

মোবাইলফোন অপারেটর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন, ২০১২) ৯৬২ কোটি ৭০ লাখ টাকার রাজস্ব আয় করেছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ২ শতাংশ বেশি। চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি থেকে মার্চ ২০১২) তুলনায় ৭ দশমিক ৭ শতাংশ বেড়েছে। একই সঙ্গে দ্বিতীয় প্রান্তিকে রবি অর্জন করেছে ১৫ লাখ গ্রাহক। এটি গত বছরের একই প্রান্তিকের তুলনায় ২৬ শতাংশ বেশি।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে রবির পক্ষ থেকে এসব তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে রবি আজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মাহতাবউদ্দিন আহমেদ, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) প্রদীপ শ্রীবাস্তব উপস্থিত ছিলেন।

মাইকেল ক্যুনার বলেন, “মোবাইল ফোনের বর্তমান বাজারে রবির এই অর্জনে আমরা খুবই খুশি।” ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দ্বিতীয় প্রান্তিকের অর্থনৈতিক প্রতিবেদন উপস্থাপন করার সময় চিফ ফাইনান্সিয়াল অফিসার (সিএফও) মাহতাবউদ্দিন আহমেদ বলেন, “আমরা চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সুদ, কর, অবচয় এবং ঋণের পরিশোধিত কিস্তি (ইন্টারেস্ট, ট্যাক্সেস, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামরটাইজেশন-ইবিআইটিডিএ) বাদে ৩২৪ কোটি ৪০ লাখ টাকা আয় করেছি। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এটি বেড়েছে ৩৩ দশমিক ৭ শতাংশ। গত ৬ প্রান্তিকের ইবিটিডিআইএর মধ্যে এটি সর্বোচ্চ। এই প্রবৃদ্ধি আমাদের কর পরবর্তী মুনাফাতে (পিএটি)  ইতিবাচক পরিবর্তন এনেছে।”

তিনি জানান, রবি আলোচিত দ্বিতীয় প্রান্তিকে সরকারি কোষাগারে ৩৯৩ কোটি ২০ লাখ টাকা জমা দিয়েছে।

রবি এ প্রান্তিকে নেটওয়ার্কের সক্ষমতা ও কাভারেজের আওতা বাড়িয়েছে। এ জন্য নতুন বেজ ট্রানসিভার স্টেশন (বিটিএস) স্থাপন করা হয়েছে। এ মুহূর্তে ভৌগোলিক কাভারেজ বেড়ে দাঁড়িয়েছে ৮৯ শতাংশ। পপুলেশন কাভারেজ বেড়েছে ৯৮ দশমিক ৭ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে স্থাপন করা নতুন ৩৭টি সহ দ্বিতীয় প্রান্তিকের শেষে মোট বিটিএসের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৩৯২টি।

উদ্ভাবনী সব সেবা নিয়ে গ্রাহকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রবি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মধ্যে তারুণদের উজ্জ্বীবিত করতে রবির এবার হবেই, রিভাইভিং জামদানি মোটিফস, ৫৮টি দেশে আজিয়াটা রোমিং, সুলভ মূল্যে হ্যান্ডসেট বান্ডেল অফার, পোস্টপেইড সেবার পুনর্বিন্যাস, ভাউচারভিত্তিক রিচার্জ সুবিধা, ডাটার বান্ডেল অফার উল্লেখযোগ্য।

করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে রবি মুগুর পা শিশুদের চিকিৎসা দেওয়া এবং সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে রবি ১৫৪ জন প্রতিবন্ধী শিশুর বিনামূল্যে অপারেশন করেছে এবং ২২৪ জনকে মুগুর পায়ের চিকিৎসা সেবা দিয়েছে।

রবি তাদের নিজস্ব কর্মীদের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ে কম্পিউটার শিক্ষা বাড়াতে প্রশিক্ষণ অব্যাহত রাখছে। তাছাড়া মাধ্যমিক বিদ্যালয়গুলোতে রবি ইংরেজি শিক্ষা সম্প্রসারনের উদ্যোগ নিয়েছে। ৩১১টি বিদ্যালয়ের ২৬ হাজার ৮০০ শিক্ষার্থী নিয়ে রবি ইতিমধ্যে ১৩৪ ইংরেজি ভাষা মেলার আয়োজন করেছে।

গ্রাহকবান্ধব উদ্যোগের মাধ্যমে সম্প্রতি রবি দুই কোটি গ্রাহক অর্জন করেছে। দেশের দ্রুত বর্ধনশীল অপারেটর হিসাবে নিজেদের অবস্থান অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।

অর্থ বাণিজ্য