পদ্মাসেতু প্রকল্পে বিশ্বব্যাংক ফিরে আসায় জাইকার অভিনন্দন

পদ্মাসেতু প্রকল্পে বিশ্বব্যাংক ফিরে আসায় জাইকার অভিনন্দন

পদ্মাসেতু নির্মাণ প্রকল্পে পুনরায় অর্থায়নের ব্যাপারে বিশ্বব্যাংকের ঘোষণাকে অভিনন্দন জানিয়েছে জাপানের সাহায্য সংস্থা জাইকা।

মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তারা একই সঙ্গে সেতু নির্মাণে বাংলাদেশ সরকারের দৃঢ় আন্তরিকতা ও সদিচ্ছারও প্রশংসা করেছে।

পাশাপাশি সেতুর দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ নির্মাণ কাজ সমাপ্ত করতে বিশ্বব্যাংকের বেঁধে দেওয়া শর্ত পালনে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপেরও প্রশংসা কর হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জাইকা মনে করে উল্লেখযোগ্য মূল্যবান সময় অতিক্রান্ত হলেও সেতু নির্মাণের এই উদ্যোগ সংশ্লিষ্ট সব উপকারভোগীর জন্য ইতিবাচক সুফল বয়ে আনবে।

বাংলাদেশের জনগণের কল্যাণ্যের কথা চিন্তা করে ২০০৩ সালে জাইকাই প্রথম পদ্মাসেতু নির্মাণের সম্ভাব্যতার ওপর সমীক্ষা চালিয়েছিলো বলে বিবৃতিতে উল্লেখ করে জাইকা।

এর আগে বাংলাদেশে জাপানি সহযোগিতায় যমুনা, পাকশী, মেঘনা, গোমতী ও রূপসা সেতুর কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে অব্যাহত এ সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে পদ্মাসেতু নির্মাণে সহায়তা করে যাবে জাইকা।

পাশাপাশি সুষ্ঠুভাবে প্রকল্প বাস্তবায়নের সব পর্যায়ে বাংলাদেশ সরকার নিজেদের গৃহীত দুর্নীতিবিরোধী পদক্ষেপ অব্যাহত রাখবে বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।

অর্থ বাণিজ্য