গণপূর্ত অধিদপ্তরের বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রকৌশলীদের সামনে বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরা সিমেন্ট সম্পর্কে তথ্যাদি উপস্থাপন করা হয়।
গত ১৯ ও ২০ সেপ্টেম্বর গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঞার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান এমপি।
দুই দিনব্যাপী সম্মেলনে সম্মেলনে দেশের বিভিন্ন এলাকার প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। প্রকৌশলীদের আলোচনা ও মত বিনিময় সভা শেষে বসুন্ধরা সিমেন্টের সৌজন্যে তথ্যাদি উপস্থাপন করা হয়।
আলোচনায় বসুন্ধরার বর্তমান কিং ব্রান্ড সিমেন্ট ও নতুন ব্রান্ড বসুন্ধরা সিমেন্ট সম্পর্কে প্রকৌশলীদের ধারণা দেওয়া হয়। এতে বলা হয়, শিগগিরই বসুন্ধরা সিমেন্ট অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট ও পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট বাজারজাত করতে যাচ্ছে। এছাড়া বসুন্ধরা সিমেন্ট আগামী বছর বাংলাদেশে প্রথম ব্ল্যাস্টফার্নেশ সিমেন্টও বাজারজাত করবে।
বসুন্ধরার সিমেন্ট কারখানাগুলোর উৎপাদন ক্ষমতা ও অত্যাধুনিক প্রযুক্তির ব্যাপারে প্রকৌশলীদের জানানো হয়।
অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের পক্ষে ও বসুন্ধরা সিমেন্ট নিয়ে টেকনিক্যাল আলোচনা করেন সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং অফিসার সাইফুল ইসলাম হেলালী ও মদনগঞ্জ সিমেন্ট ফ্যাক্টরির প্ল্যান্ট ইনচার্জ মো. সামসুদ্দিন।