যুদ্ধক্ষেত্রে নিহত তালেবান যোদ্ধাদের মৃতদেহে মূত্রত্যাগের অভিযোগে দুই মার্কিন সেনার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন মেরিন বাহিনী।
চলতি বছরের প্রথম দিকে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় বিশ্বব্যাপী। তবে এ ব্যাপারে মার্কিন কর্তৃপক্ষের তরফে এই প্রথম কারও বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলো বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
ভিডিওটি প্রকাশের পর ব্যাপক মার্কিন বিরোধী ক্ষোভ দেখা দেয় সমগ্র আফগানিস্তানে। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এ কর্মকাণ্ডকে অমানবিক আখ্যা দিয়ে এর ব্যাখ্যা দাবি করেন মার্কিন কর্তৃপক্ষের কাছে।
মার্কিন মেরিন বাহিনীর এক মুখপাত্র জানান, মৃতদেহের ওপর মূত্রত্যাগের সময় তোলা ছবিতে থাকা স্টাফ সার্জেন্ট জোসেফ চ্যাম্বলিন এবং এডোয়ার্ড ডেপতোলাকে ফৌজদারি দণ্ডবিধিতে অভিযুক্ত করা হয়েছে। তাদেরকে কোর্ট মার্শালের মুখোমুখি করা হবে বলে জানান তিনি।
ছবিগুলো চলতি বছরের জানুয়ারিতে প্রথম ইন্টারনেটে প্রচারিত হলেও ঘটনাটি গত বছরের ২৭ জুলাই সংঘটিত হয়েছিলো বলে জানায় মেরিন কর্তৃপক্ষ। হেলমান্দ প্রদেশে এক সামরিক অভিযানের সময় ঘটনাটি ঘটায় অভিযুক্তরা।