বিবিসিতে ব্রিটিশ রানির বিতর্কিত মন্তব্য প্রকাশ: অবশেষে ক্ষমা প্রার্থনা

বিবিসিতে ব্রিটিশ রানির বিতর্কিত মন্তব্য প্রকাশ: অবশেষে ক্ষমা প্রার্থনা

সন্ত্রাসবাদের কথিত অভিযোগে যুক্তরাষ্ট্রে অভিযুক্ত ইমাম আবু হামজার প্রসঙ্গে রানি এলিজাবেথকে উদ্ধৃত করে সংবাদ পরিবেশন করায় ক্ষমা চেয়েছে বিবিসি কর্তৃপক্ষ। এর আগে মঙ্গলবার বিবিসি রেডিওতে প্রকাশিত হয় যে কট্টরপন্থি ধর্মীয় নেতা আবু হামজা আল মাসরি গ্রেফতার না হওয়ায় ব্রিটিশ মন্ত্রীদের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন রানি এলিজাবেথ।

বিবিসির নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি ফ্রাংক গার্ডনার বিবিসি রেডিও ৪ কে দেওয়া সাক্ষাতকারে রানির সঙ্গে তার ব্যক্তিগত আলাপন শ্রোতাদের কাছে তুলে ধরেন। তিনি এ সময় দাবি করেন আলাপচারিতার এক পর্যায়ে রানি এলিজাবেথ স্বীকার করেছেন তিনি আবু হামজার বিষয়ে এর আগের লেবার দলীয় সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

আবু হামজা গ্রেফতার না হওয়ায় রানি গভীরভাবে উদ্বিগ্ন ছিলেন বলেও এ সময় উল্লেখ করেন গার্ডনার। এমনকি এ ব্যাপারে রানি সাবেক স্বরাষ্ট্র সচিবেরও সঙ্গেও কথা বলেছিলেন বলে জানান তিনি।

এর পরপরই রানির কাছে ক্ষমা প্রার্থনা করে বিবিসি। ক্ষমা প্রার্থনা পত্রে বিবিসি জানায় গোপনীয়তা ভঙ্গের জন্য বিবিসি ও গার্ডনার উভয়ই গভীরভাবে দুঃখিত এবং এ আলাপন গোপন রাখাই উচিত ছিলো। তবে এ আলাপনের সত্যতা অস্বীকার করা হয়নি ওই ক্ষমাপ্রার্থনায়।

এ ব্যাপারে বার্কিংহাম প্রাসাদ এবং ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানা গেছে।

উল্লেখ্য, সন্ত্রাসবাদের কথিত অভিযোগে যুক্তরাষ্ট্রের খাতায় ফেরারি ব্রিটিশ ইমাম আবু হামজাকে যুক্তরাষ্ট্রে প্রেরণের সব প্রক্রিয়া প্রায় সম্পন্ন হওয়ার পথে। তাকে যুক্তরাষ্ট্রে পাঠানোর ব্যাপারে কোনো বাধা নেই বলে সোমবার জানায় ইউরোপীয় মানবাধিকার আদালত।

আইনী বাধা উঠে যাওয়ায় আগামী তিন সপ্তাহের মধ্যে তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক