অতি দ্রুত অষ্টম ওয়েজবোর্ড ঘোষণা করা হবে: তথ্যমন্ত্রী

অতি দ্রুত অষ্টম ওয়েজবোর্ড ঘোষণা করা হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, অতি দ্রুত অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বর্তমান সরকার সংবাদপত্র এবং সাংবাদিকদের প্রতি আন্তরিক।

মঙ্গলবার রাতে দৈনিক কালের কন্ঠের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসে কালের কন্ঠ অফিসে পত্রিকার সম্পাদক ইমদাদুল হক মিলনসহ অন্যান্য সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম আজাদ বলেন, সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করে। আর এ জন্যই এ সরকার তথ্য অধিকার আইন পাস এবং আলাদা তথ্য কমিশন গঠন করেছে। যে কোনো সময়ের চেয়ে বর্তমানে সাংবাদিকরা এবং পূর্ণ স্বাধীনতা ভোগ করছেন।

কালের কন্ঠ সর্ম্পকে তিনি বলেন, কালের কন্ঠ অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। জনপ্রিয় সংবাদ মাধ্যমের শর্ত রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে গণমানুষের জন্য বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশন।

এর আগে প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানাতে আসেন বাংলাদেশ বর্ডার গার্ড’র ঢাকা সেক্টর কমান্ডার কর্ণেল হাবিবূল করিম, বাংলাদেশ আইন কমিশনের চেয়ারম্যান প্রফেসর এম শাহ আলম। এ সময় পুলিশের মহা পরিদর্শকের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়।

এছাড়া জনতা ব্যাংক’র এমডি এসএম আমিনুর রহমান, এনসিসি ব্যাংক’র এমডি নুরুল আমিন, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক’র হেড অব মার্কেটিং সামিউল হাফিজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাঅধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমানূর রশীদ, অভিনেতা মিশা সওদাগরসহ আরো অনেকে কালের কন্ঠের সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ শীর্ষ খবর