বিটিআরসি ও দমকলে নতুন ডিজি

বিটিআরসি ও দমকলে নতুন ডিজি

বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ডিজি) হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল মো. জাকিরকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (দমকল) মহাপরিচালক হিসেবে সেনাবাহিনীতে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খানকে নিয়োগ দেওয়া হয়েছে।

অপর আদেশে সেনাবাহিনীতে কর্মরত কর্নেল মুকিম সরকারকে জরিপ অধিদফতরের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে তাদের প্রেষণে নিয়োগ করা হয়।

আদেশে বলা হয়, মহাপরিচালক পদে নিয়োগের লক্ষ্যে মো. জাকিরকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। কর্নেল জাকির এর আগে বিটিআরসির পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়া সেনাবাহিনীতে কর্মরত মো. সাইদুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক নিয়োগ করা হয়েছে।

এদিকে, পরিচালক পদে নিয়োগের জন্য প্রক্রিয়াধীন ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমদের নিয়োগ আদেশটি বাতিল করা হয়েছে।

অর্থ বাণিজ্য