আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর আহ্বান এফবিসিসিআই’র

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর আহ্বান এফবিসিসিআই’র

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)।

সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের পক্ষে এ আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হয়ে যাচ্ছে।

সময় বাড়ানোর আহবান সম্বলিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১২-২০১৩ অর্থবছরের বাজেট কার্যক্রমের মাধ্যমে আয়করের জন্য আনীত পরিবর্তনগুলোর বিবরণ সম্বলিত পরিপত্র বিলম্বে প্রকাশের কারণে অনেক করদাতার পক্ষে সেপ্টেম্বর মাসে নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করা সম্ভব হয়ে উঠবে না। তাছাড়া কর অঞ্চল ও কর আপীল অঞ্চলগুলোর অধিক্ষেত্র পরিবর্তন সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও করদাতারা জানতে পারেনি। এজন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধির বিষয়ে সরকারকে সুপারিশ করার জন্য ব্যবসায়ী মহল থেকে এফবিসিসিআইকে অনুরোধ জানানো হয়েছে।

এফবিসিসিআই এরইমধ্যে অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের কাছে সুপারিশ করেছে বলে  এতে উল্লেখ করা হয়।

এতে আরো বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে করদাতা ও কর আহরণকারীদের মধ্যে সম্পর্ক জোরদার করতে কর তথ্য ও সেবা কেন্দ্র এবং অনলাইনে ট্যাক্স পরিশোধ পদ্ধতি প্রচলন করার ফলে করদাতারা অতি সহজে এবং ঝামেলামুক্তভাবে আয়কর সম্পর্কে বিভিন্ন ধরনের সেবা পাচ্ছে। করদাতাদের সম্মাননা প্রদান, জাতীয় ট্যাক্স কার্ড প্রবর্তনসহ জাতীয় পর্যায়ে এবং জেলা পর্যায়ের সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদে করদাতাদের জন্য সরকারের পক্ষ থেকে স্বীকৃতি প্রদান আয়কর খাতে রাজস্ব আহরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। সুষ্ঠুভাবে আয়কর আদায়ের মাধ্যমে রাজস্ব আহরণের প্রক্রিয়ায় জাতীয় রাজস্ব বোর্ডকে দেওয়া এফবিসিসিআই-এর সহযোগিতা আগামীতে অব্যাহত থাকবে।

অর্থ বাণিজ্য