জাপানের উত্তরাঞ্চীয় উপকূলের মিয়াগি প্রশাসনিক এলাকা থেকে ৯শ’ কিলোমিটার গভীরে একটি কার্গো জাহাজের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ১৩ জেলে নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।
জাপানি কোস্টগার্ড জানিয়েছে, সোমবার সকালে পানামার পতাকাবাহী কার্গোর সঙ্গে ধাক্কা খেয়ে মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে ২২ জন জেলে ছিলেন যাদের মধ্যে ১৭ জন জাপানি এবং বাকি পাঁচ জন ইন্দোনেশিয়ার নাগরিক।
স্থানীয় সময় রোববার দিনগত রাত ২টা ৩০মিনিটে কোস্টগার্ডরা মাছ ধরার ট্রলারটি থেকে দুর্ঘটনার সংকেত পান। অপর একটি জাহাজের মাধ্যমে তারা নয় জনকে উদ্ধার করতে পেরেছেন। বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।