ঝাড়খণ্ডের আশ্রমে পদপিষ্ট হয়ে ৯ জন নিহত

ঝাড়খণ্ডের আশ্রমে পদপিষ্ট হয়ে ৯ জন নিহত

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের দেওঘর জেলায় সৎসঙ্গ আশ্রমে সোমবার ভোরে পূণ্যার্থীদের উপচে পড়া ভিড়ে পদপিষ্ট হয়ে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে আট জনই বয়স্ক নারী বলে জানা গেছে।

এদিন বাংলাদেশের বগুড়া জেলার ধর্মগুরু ঠাকুর অনুকূল চাঁদের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আশ্রমটিতে কয়েক হাজার পূণ্যার্থী জড়ো হন।

এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়‍া হয়েছে।

স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা জানান, আশ্রমটির একটি বদ্ধ কক্ষে ভোর ৫টার দিকে পূণ্যার্থীরা সকালের প্রার্থনার জন্য জড়ো হলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

দেওঘর জেলা ম্যাজিস্ট্রেট রাহুল পাওয়ার জানান, স্বেচ্ছাসেবক থাকলেও ‍সকালের প্রার্থনার সময় অতিরিক্ত ভিড়ের কারণে স্বেচ্ছাসেবকেরা সামলাতে পারেননি।

ঘটনার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

আন্তর্জাতিক