কে হাসবে শেষ হাসি পাকিস্তান না বাংলাদেশ?

কে হাসবে শেষ হাসি পাকিস্তান না বাংলাদেশ?

একটি উঁচু পাহাড়ের ওজন কত হবে? বিলিয়ন বিলিয়ন টন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচের ওজন তারচেয়েও অনেক বেশি। মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবালদের মাথায় ওই পরিমাণ ওজন চেপে আছে। খেলা শেষ না হওয়া পর্যন্ত ভারমুক্ত হতে পারছে না।

শীর্ষ আটে খেলতে হলে অনেক জটিল সমীকরণ সমাধান করে যেতে হবে বাংলাদেশ দলকে। আগে ব্যাট করলে নূন্যতম ৩৭ রানে জিততে হবে। পরে ব্যাট করলে কি হবে তার সমাধান এখনও হয়নি। তবে অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন, ১৫ থেকে ১৭ ওভারের মধ্যে খেলা শেষ করতে হবে (জয়)।

কেউ একজন অতি মানবীয় ইনিংস খেলে ফেললে তা হয়ে যেতে পারে। কিন্তু পাকিস্তানের বিশ্বসেরা বোলিংয়ের বিপরীতে কে খেলবে সেই ইনিংস? যে দলের বিপক্ষে ১৯৯৯ সালের পর এখন পর্যন্ত কোন ফর্মেটে জেতেনি বাংলাদেশ। গত মার্চে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে বাগে পেয়েও পাকিস্তানকে হারাতে পারেনি। উল্টো হেরেছে ২ রানে। ভারত এবং শ্রীলঙ্কাকে হারাতে পারলেও পাকিস্তানকে পারে না।

পাকিস্তানের বর্তমান দলটি আগের চেয়েও ভালো ক্রিকেট খেলছে। সম্প্রতি দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছে। প্রস্তুতি ম্যাচে ভারতকে হারিয়েছে। বিশ্বকাপ শুরু করেছে নিউজিল্যান্ডকে ১৩ রানে হারিয়ে। বাংলাদেশ দল এখনও তাদের ধারে কাছে পৌঁছাতে পারেনি। সাঈদ আজমল, শহীদ আফ্রিদি এবং মোহাম্মদ হাফিজের মতো স্পিনার আছে তাদের। মোহাম্মদ সামি, ওমর গুল ও সোহেল তানভিরের পেস আক্রমণের সামনে দাঁড়িয়ে ইনিংস গড়ে তোলা সত্যিই চ্যালেঞ্জিং।

অনেক প্রস্তুতি নিয়ে বিশ্বকাপ ম্যাচে শুক্রবার নিউজিল্যান্ডের কাছে ৫৯ রানে হেরে যায় বাংলাদেশ। কিউইদের ১৯১ রানের বিপরীতে ১৩২ রানে শেষ হয় ইনিংস। তামিম, সাকিব, মুশফিক, আশরাফুল, মাহমুদউল্লাহ’র কেউ বড় ইনিংস খেলতে পারেননি। বরং বাংলাদেশের বাঁহাতি স্পিনারদের তুলেধুনো করে ৫৮ বলে ১২৩ রানের ইনিংস খেলেছেন ব্রেন্ডন ম্যাককালাম।

মঙ্গলবার রাত আটটায় পাল্লেকেলেতে যে খেলা হবে তাতে কোন অলৌকিক হাতের ইশারা থাকলে হয়তো টার্গেট পূরণ করে জিতে যেতে পারেন মুশফিকরা। আর সাদামাটা করে জিতলে কোন লাভ হবে না। পাকিস্তান এক জয় নিয়েই চলে যাবে শীর্ষ আটে। বাংলাদেশকে ২৭ সেপ্টেম্বর দুবাই হয়ে দেশে ফেরার বিমানে চড়তে হবে। একদিনের জন্যও আইসিসি তাদের কলম্বোতে আতিথেয়তা দিবে না।

পরিসংখ্যান দেখলে বাংলাদেশ এই ম্যাচে কিছুতেই পাকিস্তানের ধারে কাছে থাকবে না। আগে যে পাঁচটি টি-টোয়েন্টি খেলেছে দুই দল তার সবগুলোতে জিতেছে পাকিস্তান। আগের রেকর্ড নাও কাজে দিতে পারে। বাংলাদেশ তিন বিভাগে ভালো ক্রিকেট খেলে ফেললে ইতিবাচক ফল আসতে পারে।

মজার বিষয় হলো বাংলাদেশ দল রানরেটের ফাঁরা কাটিয়ে উঠতে পারছে না। গত জুনে জিম্বাবুয়েতে রানরেটের জন্যই তিন জাতি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল খেলতে পারেনি। ত্রিনিদাদ এন্ড টোবাগোতে একই কারণে চ্যাম্পিয়ন হতে পারেনি চারজাতি টি-টোয়েন্টি টুর্নামেন্টে। অতীতের এই অভিজ্ঞাতা থেকেও টিম ম্যানেজমেন্ট কোন দিক নির্দেশনা দেননি অধিনায়ককে। ফলে টসে জিতেও নিউজিল্যান্ডের বিপক্ষে সিমিং ট্র্যাকে আগে ফিল্ডিং পছন্দ করে আত্মঘাতি সিদ্ধান্ত নেয়। সে জন্য এখন খেসারতও দিতে হবে বাংলাদেশ দলকে।

খেলাধূলা