জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সোমবার ৭ দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন। মেডিকেল চেকআপের জন্যই তার এই সিঙ্গাপুর যাওযা বলে দাবি করেছেন তার রাজনৈতিক সচিব সুনীল শুভরায়।
সোমবার বাংলাদেশ সময় রাত ১১.৫৫ টায় সিঙ্গাপুর এয়ারওয়েজের (এসকিউ ৪৪৭) একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন।
এরশাদের সফরসঙ্গী হিসেবে থাকছেন পুত্র এরিখ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এরশাদের ব্যক্তিগত সহকারী ও জাতীয় পার্টির অর্থ সম্পাদক মেজর (অব.) খালেদ আক্তার।
আগামী ১ অক্টোবর এরশাদ দেশে ফিরবেন বলে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভরায় বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান শুধুমাত্র চিকিৎসার জন্যই এরশাদের এই সফর। এর আগে সর্বশেষ গত রমজান মাসে মেডিকেল চেকআপের জন্য তিনি সিঙ্গাপুর যান বলে সুনীল শুভরায় জানিয়েছেন।
তবে সঙ্গে পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু যাচ্ছেন বলে অনেকেই একে চিকিৎসার নামে রাজনৈতিক সফর বলে ধারণা করছেন।