তাজউদ্দীনের মতো অর্থমন্ত্রী এদেশে জন্মায়নি: গাজীপুরে তোফায়েল

তাজউদ্দীনের মতো অর্থমন্ত্রী এদেশে জন্মায়নি: গাজীপুরে তোফায়েল

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ ছিলেন একজন মেধাবী মানুষ। তুখোড় ওই নেতার মতো  কোনো অর্থমন্ত্রীর জন্ম এখনো এদেশে হয়নি। রোববার বিকেল সাড়ে ৫টায় কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের চরদুর্লভ খাঁ উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় প্রার্থী সিমিন হোসেন রিমির সমর্থনে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ আরো বলেন, “তাজউদ্দীন আহমদ মেধাবী ছিলেন। তার মেয়ে রিমিও ইতোমধ্যে মেধার স্বাক্ষর রেখেছেন। আশা করি, রিমি নির্বাচিত হয়ে মেধা দিয়ে কাপাসিয়াবাসীর উন্নয়ন করবেন। বাবার আদর্শে লালিত সন্তান রিমি কাপাসিয়ার মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবেন।”
জনসভায় স্বাগত ভাষণ দেন নৌকা প্রতীকের প্রার্থী সিমিন হোসেন রিমি।

বারিষাব ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন, গাজীপুর-১ আসনের সাংসদ অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাংসদ ক্যাপ্টেন (অব.) গিয়াস উদ্দিন, গাজীপুরের সাবেক সাংসদ মো. শহিদুল্লাহ, বারিষাব ইউনিয়নের চেয়ারম্যান এস এম বাবলু, গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমানত হোসেন খান ও আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন প্রমুখ।

এদিকে, রিমির চাচা স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আফছার উদ্দিন খান ও সিপিবির প্রার্থী আসাদুল্লাহ বাদল নিজ নিজ নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

বাংলাদেশ রাজনীতি