হিমালয়ে তুষারধসে ৯ পবর্তারোহীর প্রাণহানি

হিমালয়ে তুষারধসে ৯ পবর্তারোহীর প্রাণহানি

হিমালয় পর্বতের একটি চূড়ায় তুষারধসে নয় জন পর্বতারোহীর প্রাণহানি ঘটেছে। নিখোঁজ হয়েছে কমপক্ষে ছয় জন।

রোববারের এ ঘটনায় নিহতরা বেশিরভাগই ইউরোপীয় বলে জানা গেছে।

নেপালের কর্মকর্তারা জানিয়েছেন, দু’টি মৃতদেহ উদ্ধারের করা হয়েছে। আরো সাত জনের মৃতদেহ নেপালের উত্তরে মাউন্ট মানাসলুর ঢালে সনাক্ত করা হয়েছে। তাদের উদ্ধারের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, হিমালয়ের শীর্ষের কাছকাছি একটি বেসক্যাম্পে তুষারধস আঘাত হানলে এ হাতহতের ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া লাশ দু’টির একজন জার্মান এবং অপরজন তার নেপালি গাইড বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা বসন্ত বাহাদুর কুয়ার জানিয়েছেন, এ তুষারধস থেকে বেঁচে গেছেন ১০ জন। তবে তারা সবাই কমবেশি আহত হয়েছেন।  আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

ওই পবর্তারোহী দলের সদস্য সংখ্যা ঠিক কতো ছিলেন তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন কর্মকর্তারা।

আন্তর্জাতিক