ডাচ ষোড়শীর জন্মদিনে উপস্থিত চার হাজার ‘টিনেজ’!

ডাচ ষোড়শীর জন্মদিনে উপস্থিত চার হাজার ‘টিনেজ’!

এক ডাচ ষোড়শীর জন্মদিনের পার্টিতে অংশগ্রহনেচ্ছুক তরুণ-তরুণীদের ভীড় সামলাতে শেষ পর্যন্ত দাঙ্গা পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

কয়েক হাজার উন্মাতাল তরুণ তরুণীকে সামলাতে এ সময় গলদঘর্ম হতে হয় পুলিশকে। শুক্রবার নেদারল্যান্ডের গ্রোনিংগেন নগরীর অদূরে অবস্থিত নিভৃত শহর হারেনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

এক স্কুল পড়ুয়া কিশোরীর ১৬ তম জন্মদিন অনুষ্ঠানের দাওয়াত ফেসবুকের মাধ্যমে পৌঁছে যায় প্রায় ২০ হাজার ব্যবহারকারীর কাছে। ওই কিশোরী ফেসবুকে ‘ব্যক্তিগত’ অপশনটি ব্যবহার করতে ভুলে যাওয়ায় এ ঘটনা সংঘটিত হয় বলে জানা গেছে।

এদিকে দাওয়াত পেয়ে ঠিকই ওই কিশোরীর বাড়িতে চলে আসে প্রায় ৪ হাজার তরুণ-তরুণী। কিন্তু মাত্র ১৮ হাজার জনবসতির ছোট্ট শহর হারেনে এত বিপুল সংখ্যক অতিথির স্থান সঙ্কুলান হয়নি। ফলে শুরু হয় ধাক্কাধাক্কি এবং গ-গোল।

এ সময় পুলিশ হস্তক্ষেপ করলে তাদের সঙ্গে আমন্ত্রিতদের সংঘাত বেধে যায়। ফলাফল হিসেবে শহরজুড়ে শুরু হয় ভাংচুর আর অরাজকতা। এ সময় আহত হয় বেশ কয়েকজন। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

পুলিশ চারজনকে আটক করেছে। তবে ছবি দেখে বিশৃংখলাকারীদের শনাক্ত করে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে যার জন্মদিন সেই কিশোরী অবস্থা বেগতিক দেখে আগেই ওই স্থান ত্যাগ করে। প্রজেক্ট এক্স পার্টি নামে অভিহিত এ ধরণের পার্টিগুলো এর আগেও পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি জায়গায় সমস্যা সৃষ্টি করেছিলো।

যুক্তরাষ্ট্রের টেক্সাসেও এ রকম এক পার্টির আমন্ত্রণে আসা তরুণ-তরুণীরা ব্যাপক ভাংচুর করে প্রায় এক লাখ ডলারের ক্ষতিসাধন করেছিলো বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

আন্তর্জাতিক