টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ (বি) পর্বের ম্যাচে জয় পেয়েছে অষ্ট্রেলিয়া। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে (ডি/এল) অসিরা ১৭ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।
ওয়েস্ট ইন্ডিজ: ১৯১/৮ (ওভার ২০)
অস্ট্রেলিয়া: ১০০/১ (ওভার ৯.১)
ফল: অস্ট্রেলিয়া ১৭ রানে জয়ী (ডি/এল)
এর আগে প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। খেলতে নেমে শুরুটা ভালো হয়নি তাদের। ১.৩ ওভারেই প্রথম উইকেটে হারায় তারা। মিচেল স্টার্কের বলে সরাসরি বোল্ড হন ডোয়াইন স্মিথ (২)।
শুরুতে উইকেট হারালেও ক্রিস গেইলের ঝড়ো অর্ধশতকে বড় স্কোর গড়তে সমস্যা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। শেন ওয়ানটসনের হাতে ফিরতি ক্যাচ দেওয়ার আগে ৩৩ বল খেলে ৫৪ রান করেন মারকুটে এই ব্যাটসম্যান। পাঁচটি চার ও চারটি ছয়ের মার ছিলো তার ইনিংসে।
গেইল বিদায় নিলেও রান তুলার গতি কমেনি ক্যারিবীয়দের। শেষপর্যন্ত মারলন স্যামুয়েলসের ৫০ ও ডোয়াইন ব্রাভোর ২৭ রানের কল্যাণে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৯১ রান করতে পারে তারা। ৩৫ রান খরচায় তিনটি উইকেট নেন মিচেল স্টার্ক। এছাড়া দুটি উইকেট শিকার করেন শেন ওয়াটসন।
বিশাল রানের তাড়া করতে নেমে দারুণ খেলেছে অস্ট্রেলিয়া। অসি ব্যাটসম্যানদের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে অহায় ছিলেন ক্যারিবীয় বোলাররা। এডওয়ার্ডের বলে আউট হওয়ার আগে শুরুতে ঝড় তুলেন ডেভিড ওয়ার্নার (২৮)। তার বিদায়ের পর আরও আক্রমণাত্মক হয়ে উঠে অস্ট্রেলিয়া।
দ্বিতীয় উইকেট জুটিতে বোলারদের তুলোধুনো করেন শেন ওয়াটনসন ও মাইকেল হাসি। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে ৯.১ ওভারেই কাঁটায় কাঁটায় ১০০ রান করে অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টি শুরু হলে খেলা আর মাঠে গড়ায়নি। শেষপর্যন্ত ডাকওযার্থ-লুইস পদ্ধতিতে ১৭ রানে জয়ী ঘোষণা করা হয় অস্ট্রেলিয়াকে।