অর্থমন্ত্রীর সঙ্গে আইএমএফ প্রতিনিধি দলের সাক্ষাৎ

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করেছে ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ে আইএমএফ দক্ষিণ এশিয়া ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের উপপ্রধান ডেভিড কোয়েনের নেতৃত্বে তিন সদস্যের ওই প্রতিনিধিদল অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।

উল্লেখ্য, সরকারকে ঋণ প্রদানের শর্ত পালনের অগ্রগতি পর্যালোচনা করতে গত ১২ সেপ্টেম্বর ঢাকায় এসেছে আইএমএফ’র ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।

‘সম্প্রসারিত ঋণ তহবিল’ (ইসিএফ)-এর আওতায় বাংলাদেশের জন্য ১০০ কোটি ডলারের ঋণ সহায়তা অনুমোদন করেছে আইএমএফ। এর আওতায় তিন বছরে ছয়টি সমান কিস্তিতে বাংলাদেশকে এ ঋণ দেওয়া হবে।

গত এপ্রিলে আইএমএফ-এর বার্ষিক সাধারণ সভায় এর অনুমোদন দেওয়া হয়। ইতোমধ্যে এর প্রথম কিস্তি হিসেবে ১৪ কোটি ডলার ছাড় করা হয়েছে।

সূত্র মতে, ঋণ প্রদানের পূর্বশর্ত হিসেবে সরকারকে কিছু শর্ত দিয়েছে আইএমএফ। এ শর্তগুলোর  বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করতেই ঢাকায় এসেছে সংস্থার প্রতিনিধি দলটি। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এরা ঢাকায় অবস্থান করবেন।

সূত্র আরো জানায়, আইএমএফ প্রতিনিধি দলটি যে বিষয়গুলো পর্যবেক্ষণ করছে এর মধ্যে রয়েছে- রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর আধুনিকায়ন, ব্যাংক কোম্পানি আইন সংশোধন, সরকারের ব্যাংক ঋণ পরিস্থিতি, নতুন ভ্যাট আইন, সর্বশেষ বাজেট পরিস্থিতি, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন পরিস্থিতি, সরকারের ভর্তুকি কমিয়ে আনা, ভর্তুকি কমাতে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি, স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ, অনুৎপাদনশীল খাতে ব্যয় হ্রাস, ক্রয় পরিকল্পনা প্রণয়ন ও এর আলোকে বাজেটের বরাদ্দ ব্যয়, মূদ্রানীতি বাস্তবায়ন অগ্রগতি ইত্যাদি।

এছাড়া, সাম্প্রতিক সময়ে তিনটি এনআরবি (নন রেসিডেন্ট বাংলাদেশি ব্যাংক) ও ছয়টি বাণিজ্যিক ব্যাংকের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের মূলধনের উৎস এবং সোনালী ব্যাংকের ঋণ কেলেংকারি ও এ বিষয়ে সরকারের ভূমিকা সম্পর্কেও আইএমএফ জানতে চাইতে পারে বলে সূত্র জানায়।

অর্থ বাণিজ্য