বেগুনবাড়ি বস্তিতে পুড়লো ৬ শ` ঘর, নিখোঁজ ৯, আহত শতাধিক

বেগুনবাড়ি বস্তিতে পুড়লো ৬ শ` ঘর, নিখোঁজ ৯, আহত শতাধিক

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার বেগুনবাড়ির একটি বস্তিতে আগুনে পুড়ে গেছে ৬ শতাধিক ঘর। আহত হয়েছে শতাধিক। নিখোঁজ রয়েছে ৯ জন।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাসুদুর রহমান আকন্দ বলেন, অগ্নিকাণ্ডে একজন অন্তঃসত্ত্বাসহ মোট ৯ জন নিখোঁজ রয়েছেন।

অগ্নিকাণ্ডের সূত্রপাত হিসেবে প্রাথমিকভাবে গ্যাসের চুলার আগুন অথবা শট সার্কিটকে সন্দেহ করা হচ্ছে বলে জানান মাসুদুর রহমান। তবে তদন্ত করেই চূড়ান্ত কারণ জানা যাবে।

ঘরহারা মানুষের আহাজারি ও আহতের আর্তনাদে ভারী হয়ে উঠেছে হাতিরঝিল প্রকল্পের উত্তর পাশের বেগুনবাড়ি বস্তি এলাকা।

বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে পদ্মা গার্মেন্টসের পাশের ওই বস্তিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশন থেকে ৭টি অগ্নি নির্বাপক গাড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের ঘটনায় আহতের সংখ্যা অর্ধশতাধিক বলে জ‍ানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক। আহতদের ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে।

ঘটনাস্থল থেকে আমাদের প্রতিবেদক জানিয়েছেন, পুড়ে যাওয়া ঘরগুলো থেকে শুধু ধোঁয়া বের হচ্ছে। আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছে না। ফায়ার সার্ভিস এখনো কাজ করে যাচ্ছে।

বেলা ১২টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণের পথে। তবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমান তারা এখনো জানাতে পারেনি।

ইতিমধ্যে ঘটনাস্থলে ব্রাকের একটি ভ্রাম্যমান চিকিৎসা দল পৌঁছে আহতদের চিকিৎসা দিচ্ছে। ব্রাকের রিজিওনাল ম্যানেজার একরামুল আলম চৌধুরী বাংলানিউজকে জানান, এ পর্যন্ত ৩০ জন আহত ব্যক্তিতে প্রাথমিক চিকিৎসা দিয়েছি আমরা।

এছাড়া রেডক্রিসেন্টের উর্ধ্বতন কর্মকর্তা ইমাম জাফর শিকদার জানিয়েছেন, ৩০ জনের একটি ভলান্টিয়ার দল ঘটনাস্থলে চিকিৎসাসেবা দিচ্ছে। এ পর্যন্ত ৪০ জনের মতো আহতকে সেবা দেওয়া হয়েছে।

ঘটনাস্থলে দায়িত্বরত স্টাফ ফটোগ্রাফার রুবেল বেলা সাড়ে ১১টায় জানান, আগুন এখন মোটামুটি কমে এসেছে, ছড়াচ্ছে না। তবে ফায়ার সার্ভিস কাজ চালিয়ে যাচ্ছে। আগুনে বস্তির বেশকিছু ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন আর বাড়ছে না। সেখানে ফায়ার সার্ভিসের উপ-সহাকারী পরিচালব মাসুদুর রহমান আকন্দের নেতৃত্বে আগ্নি নির্বাপন কাজ চলছে। আপাতত আর বাড়তি গাড়ি পাঠানোর প্রয়োজন হবে না।

এর আগে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার নাজমা বেগম জানিয়েছিলেন, আগুনের বিস্তার বেশি। তেজগাঁও স্টেশন থেকে ৭টি অগ্নি নির্বাপক গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বাংলাদেশ