যুক্তরাষ্ট্রে নির্মিত চলচ্চিত্রে মহানবী হযরত মুহাম্মদকে (সা.) অবমাননার প্রতিবাদে বৃহস্পতিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ব্যাপক বিক্ষোভ সংঘটিত হয়েছে । যুক্তরাষ্ট্রের দূতাবাসের বাইরে অনুষ্ঠেয় এ প্রতিবাদ বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়। সংঘর্ষ ও পুলিশের গুলিতে কমপক্ষে ১১ বিক্ষোভকারী আহত হয়েছে বলে জানা গেছে। হাজার হাজার বিক্ষোভকারী এ সময় ইসলামাবাদের সুরক্ষিত কূটনৈতিক পাড়ার প্রবেশের চেষ্টা চালায়।
গত সপ্তাহে শুরু হওয়া এ বিক্ষোভে সমগ্র মুসলিম বিশ্বে এ পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৩০ জন লোক। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধি ইসলামাবাদ থেকে জানান অনেক বিক্ষোভকারী এ সময় মার্কিন দূতাবাসে আগুন লাগিয়ে দেওয়ার সঙ্কল্প ব্যক্ত করেন।
মার্কিন দূতাবাস রক্ষায় সংলগ্ন রাস্তাগুলোতে শিপিং কনটেইনার রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির পাশাপাশি ব্যাপক নিরাপত্তা উপস্থিতি নিশ্চিত করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ। তবে পরিস্থিতির অবনতি হওয়ায় কর্তৃপক্ষ সেনা তলব করেছে বলে জানা গেছে।