অবিশ্বাস্য হলেও সত্যি এক মা তার সন্তান জন্ম নেওয়ার কয়েক মিনিট আগেই মাত্র জানলেন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। মা’টি ব্রিটিশ সৈনিক। আফগানিস্তানে তালেবান বিরোধী লড়াইয়ে সামিল গত পাঁচমাস ধরে। সেখানেই বিখ্যাত ক্যাম্প ব্যাশনে পদাতিক বাহিনীর সদস্য এই নারী সেনা। পেটে প্রচ- ব্যাথা নিয়ে আফগানিস্তানের হাসপাতালে ভর্তি হলে তার ফুটফুটে স্বাস্থ্যবান একটি ছেলে জন্ম নেয় ।
তবে পুরো ঘটনায় বিষ্মিত হাসপাতালের চিকিৎসকরা। তবে তারচেয়েও হতবাক ক্যাম্প ব্যাশনের স্বাস্থ্যসেবীরা।
গত পাঁচ মাস এই সৈনিক তার গর্ভে সন্তান নিয়ে সকল দায়িত্ব পালন করে গেছেন। তিনি যখন আফগানিস্তানে নিযুক্ত হন তখনও চার মাসের অন্তঃসত্ত্বা।
সৈনিকটির নাম প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে ক্যাম্পে থাকা অবস্থায় সকল স্বাস্থ্য পরীক্ষায় তার শারীরিক সমস্যা ধরা পরেনি। একই সঙ্গে ক্যাম্পের সকল প্রশিক্ষণেও ছিলো তার যথাযথ অংশগ্রহণ।
এসব প্রশিক্ষণের মধ্যে ২৫পাউন্ড ওজনের বোঝা পিঠে নিয়ে আট মাইল দুর্গম পথ পাড়ি দেওয়াও অন্তর্ভূক্ত ছিলো।
ব্রিটিশ রাজপুত্র হ্যারির ক্যাম্প ব্যাশনে থাকা অবস্থায় সেখানে তালেবানদের গেরিলা হামলার মাত্র চার দিনের মধ্যে এমন একটি ঘটনা ক্যাম্পের সবাইকে হতবাক করেছে।
মা ও ছেলে এখন দু’জনই ভালো আছে। শিগগিরই তাদের ব্রিটেনে পাঠানো হবে।