প্রিতুলা অন্তিকের চার বছরের সম্পর্ক। এই চার বছরের প্রতিটা দিন তারা একে অপরের সঙ্গে দেখা করেছে। এখন বিয়ের পালা। কিন্তু বেঁকে বসল প্রিতুলা। হঠাৎ ২৪ঘণ্টা অন্তিকের সঙ্গে যোগাযোগহীন থাকার সিদ্ধান্ত নেয় প্রিতুলা।
এই ২৪ ঘণ্টায় তারা দেখা করা তো দূরের কথা ফোনেও কথা বলবে না। এ সময় শেষে যে টানটা তারা একে অপরের প্রতি অনুভব করবে, সেটাই হবে প্রকৃত ভালোবাসা। আর সেই অনুভূতি নিয়েই অন্তিক তাকে বিয়ের জন্য প্রস্তাব দেয়।
কিন্তু এই ২৪ ঘন্টার দূরত্ব অন্তিকের বুকে চিরদিনের দূরত্ব হয়ে গেঁথে যায়।এমনই একটি নাটকের গল্প রচনা করেছেন দাউদ হোসাইন রনি। নাটকটির নাম ‘প্রযত্নে ভালোবাসা’। নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও তিশা।আসছে ঈদে বাংলাভিশনের জন্য এ নাটকটি নির্মাণ করেছেন কৌশিক শংকর দাশ।
নাটকটির বিষয়ে পরিচালক জানান, ‘গল্পটি ভিন্ন আঙ্গিকের। তিশা এবং চঞ্চল অভিনয়ও করেছেন চমৎকার। আশা করছি দর্শকদের এ নাটকটি অনেক ভালোলাগবে।’