‘বৃহত্তর ময়মনসিংহের ৩৯টি আসন পুনরুদ্ধারের টার্গেট নিয়েছে বিএনপি’

‘বৃহত্তর ময়মনসিংহের ৩৯টি আসন পুনরুদ্ধারের টার্গেট নিয়েছে বিএনপি’

নবম জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার ৩৯টি আসনই গেছে মহাজোটের পকেটে। নির্বাচনে চরম ভরাডুবি হয়েছে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোটের। অথচ অষ্টম জাতীয় নির্বাচনে বেশিরভাগ আসনই পেয়েছিল চার দলীয় জোট।

ঘনিয়ে আসা দশম জাতীয় সংসদ নির্বাচনে এ ৩৯টি আসনই পুনরুদ্ধার করতে চায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এ টার্গেট নিয়েই কাজ করছে বিএনপি।

‘দলীয় ঐক্য মজবুতের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সামনের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেই বৃহত্তর ময়মনসিংহের মানুষ ব্যালটের মাধ্যমে ১৮ দলীয় জোটের হাতে এ আসনগুলো ফিরিয়ে দেবেন’ বলে মনে করেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু এমপি।

বৃহস্পতিবার মধ্যরাতে গণমিছিলের প্রস্তুতি হিসেবে ১৮ দলীয় জোট নেতাদের সঙ্গে মতবিনিময়ের ফাঁকে সঙ্গে আলাপকালে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বরকত উল্লাহ বুলু এমপি বলেন, ‘শতাব্দীর শ্রেষ্ঠ প্রাচীন জেলা ময়মনসিংহ দেশের আন্দোলন-সংগ্রামের সূতিকাগার। এখান থেকেই ৫৪ সালে নুরুল আমিনের পতন হয়েছিল।’

ময়মনসিংহকে দেশের সবচেয়ে বৃহত্তম জেলা উল্লেখ করে তিনি বলেন, ‘বৃহস্পতিবার ময়মনসিংহের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বৃহৎ গণমিছিল অনুষ্ঠিত হবে।

এ গণমিছিল সুষ্ঠুভাবে সম্পন্ন করা গেলে ময়মনসিংহের ১১টি আসন এবং কিশোরগঞ্জ, টাঙ্গাইল, নেত্রকোণা, শেরপুর ও জামালপুরের ২৮টি আসন পুনরুদ্ধার করা সম্ভব হবে।’

খালেদা জিয়াকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, ‘‘ময়মনসিংহের গণমিছিলে জনসমুদ্র সৃষ্টি করার মধ্যে দিয়ে ময়মনসিংহের মানুষ শেখ হাসিনা সরকারকে ‘না’ জানাবেন।’’

‘‘খালেদা জিয়ার নেতৃত্বে শেখ হাসিনাকে ক্ষমতার মসনদ থেকে উচ্ছেদ করবেন।’’

বিরোধী দলীয় সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু আরো বলেন, ‘‘জেনারেল মঈন-উ আহমেদ তার বইয়ে লিখেছেন, চারদলীয় জোটের শাসনামলে তারেক রহমান শুধুমাত্র বিদ্যুত খাত থেকেই ২০ হাজার কোটি টাকা লুটপাট করেছেন।’’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘‘ওই সময় দেশের বাজেট ছিল সাড়ে ১৩ হাজার কোটি টাকা। তাহলে কিভাবে ২০ হাজার কোটি টাকা লুটপাট হয় তা মঈন-উ আহমেদকে জবাব দিতে হবে।’’

এ মতবিনিময় সভায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এ কে এম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফখরুদ্দীন বাচ্চু, জেলা জামায়াতের আমির অধ্যাপক জসিম উদ্দিন, সেক্রেটারি জেনারেল আব্দুল করিম, জেলা ইসলামী ঐক্যজোটের (আমিনী) সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু তাহের খান, কেন্দ্রীয় যুবদল নেতা এনামুল হক আকন্দ লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজনীতি