৩ দিনের ব্যবাধানে উত্তরাঞ্চল সফর করতে আসছেন প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ দুই নেত্রী।
প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ সেপ্টেম্বর রংপুর বিভাগের লালমনিরহাট সফরে আসছেন। এর ৩ দিন পর ২৩ সেপ্টেম্বর জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রংপুর বিভাগের দিনাজপুর সফর করবেন।
অবশ্য বৃহৎ এ দুই রাজনৈতিক দলের দুই সাংগঠনিক সম্পাদকের জেলায় ভিআইপি দুই নেত্রী সফর করছেন। এ কারণে দুই সাংগঠনিক সম্পাদক সফল জনসভার আয়োজন নিয়ে বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছেন।
এরা হলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও জাতীতাবাদী দলের নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্য আসাদুল হাবীব দুলু।
আওয়ামী লীগ ও বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর জেলা দিনাজপুর। এ জেলার সদরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশাল জনসভা ২৩ সেপ্টেম্বর।
অপরদিকে, জাতীতাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্য আসাদুল হাবীব দুলুর জেলা লালমনিরহাট। এ জেলার সদর উপজেলার কালেক্টরেট মাঠে আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ দুই ভিআইপির জনসভায় কে কত লোক সমাগম ঘটাতে পারে সেই লড়াই চলছে দুই রাজনৈতিক দলের দুই সাংগঠনিক সম্পাদকের মধ্যে।
এ লড়াই চলছে ভেতরে ভেতরে। দুই নেত্রীর সফরকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে রাজনীতি নিয়ে ব্যাপক আলোচনার ঝড় বইছে। কে কি বলবেন আর উত্তরাঞ্চলবাসীর জন্য কি উন্নয়ন করবেন এই নিয়ে আলোচনা তুঙ্গে রাজনৈতিক অঙ্গনে।
কেউ কেউ হিসাব মেলাতে শুরু করেছে জাতীয় পার্টির দুর্গে হাসিনা-খালেদা কি শেষ পর্যন্ত আঘাত হানতেই এ সফর করছেন, নাকি নিজের দলকে সুসংগঠিত করার জন্যই উত্তরাঞ্চলে ছুটে আসছেন।