পদ্মাসেতুর প্রকল্প নিয়ে এখনো বিশ্বব্যাংক ও অন্যান্য দাতা সংস্থার সঙ্গে আলোচনা চলছে বলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মন্ত্রিসভার বৈঠকে জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এক প্রশ্নের উত্তরে মোশাররাফ বলেন, “সভায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কথা প্রসঙ্গে বলেছেন, পদ্মাসেতু নিয়ে বিশ্বব্যাংক ও অন্য দাতা সংস্থাগুলোর সঙ্গে এখনো আলোচনা চলছে।”
অর্থমন্ত্রী বলেন, “পদ্মাসেতুতে বিশ্বব্যাংকের অর্থায়নের ব্যাপারে সরকার এখনো আশাবাদী।”
মন্ত্রিসভার বৈঠকে জাতীয় শুদ্ধাচার (ন্যাশনাল ইন্টিগ্রিটি) কৌশলের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মোশাররাফ।