ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে বিব্রত হলেন বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু।
তার উপস্থিতিতেই দু’পক্ষের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দেয়।
এসময় বক্তব্য শেষ না করেই তিনি সার্কিট হাউজের মতবিনিময় সভা কক্ষে চলে যান। পরে কেন্দ্রীয় যুবদল সদস্য লিটন আকন্দের অনুরোধে ফের তিনি বক্তব্য রাখেন।
বুধবার রাত সাড়ে ১১টার দিকের ঘটনা এটি।
এর আগে রাত সাড়ে ১০টার দিকে ১৮ দলীয় জোটের বৃহস্পতিবারের গণমিছিলের নেতৃত্ব দিতে ময়মনসিংহে এসে পৌঁছান তিনি।
রাতে ময়মনসিংহের সার্কিট হাউজে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে গণমিছিলের প্রস্তুতি বিষয়ে নিয়ে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এ.কে.এম.মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফখরুদ্দীন বাচ্চু, নগর বিএনপি’র সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, উত্তর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোতাহার হোসেন তালুকদার, সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ার, জেলা জামায়াতের আমীর অধ্যাপক জসিম উদ্দিন, সেক্রেটারি জেনারেল আব্দুল করিম, জেলা ইসলামী ঐক্যজোটের (আমিনী) সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু তাহের খান, নগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম মাহাবুব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফারজানা রহমান হুসনা, কেন্দ্রীয় যুবদল নেতা এনামুল হক আকন্দ লিটন, জেলা যুবদলের সভাপতি শামীম আজাদ, সাধারণ সম্পাদক খন্দকার মাসুদ, জেলা ছাত্রদল সভাপতি রোকনোজ্জামান সরকার, সাধারণ সম্পাদক সুজাউদ্দৌলা সুজা, জ্যেষ্ঠ সহ-সভাপতি তানভীরুল ইসলাম টুটুল প্রমুখ।
কেন্দ্রীয় ১৮ দলীয় জোট নেতাদের মধ্যে উপস্থিত আছেন বিএনপি’র কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জসিম উদ্দিন মাহমুদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আখতারুজ্জামান বাচ্চু প্রমুখ।
এর আগে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের দু’পক্ষের সঙ্গে সংক্ষিপ্ত সমাবেশে বরকত উল্লাহ বুলু বলেন, “বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংক কেলেঙ্কারি হচ্ছে হলমার্ক দুর্নীতি। এ সরকারের সময়ে শেয়ার মার্কেটে ৮৬ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। ৩৩ লাখ বিনিয়োগকারীকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। ভারতকে ট্রানজিট ও করিডোর দেওয়া হলেও বিনিময়ে কিছুই পাওয়া যায়নি।”
সভায় বুলু গণমিছিল সফল করতে যুবদলের দু’পক্ষেরই সহযোগিতা চান।