স্থপতিদের জন্য লাফার্জ সুরমা সিমেন্টের কর্মশালা

স্থপতিদের জন্য লাফার্জ সুরমা সিমেন্টের কর্মশালা

স্বনামধন্য পরামর্শদাতা ও স্থাপত্য প্রতিষ্ঠানগুলোর প্রকৌশলী-স্থপতিদের জন্য কর্মশালা আয়োজন করে লাফার্জ সুরমা সিমেন্ট লি.।

‘ক্রিয়েটরস হু ড্রিম লার্জ’ শীর্ষক একটি কর্মসূচির আওতায় চলতি মাসেই কর্মশালাটি আয়োজন করা হয়।

গত ১৮ জুলাই শুরু হওয়া লাফার্জ সুরমা সিমেন্ট লি. আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে নির্মাণ খাতভিত্তিক জ্ঞান ও দক্ষতা আদান-প্রদান এবং বাংলাদেশের সম্ভাবনাময় ব্যক্তিত্বদের কর্মক্ষেত্রে উন্নতিতে সাহায্য করা।

এই কর্মশালাটি পরিচালনা করেন বুয়েটের প্রাক্তন অধ্যাপক এবং জাতীয় খ্যাতিসম্পন্ন কংক্রিট বিশেষজ্ঞ ড. এম শামীম জেড বসুনিয়া। এছাড়াও ‘কংক্রিট ফর ডিউরেবল কন্সট্রাকশন’ শীর্ষক আলোচনায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রয় জানানো হয়েছিল প্রকৌশলী-স্থপতিদের।

লাফার্জ সুরমা সিমেন্টের ফাইন্যান্স ডিরেক্টর মাসুদ খান তার বক্তব্যে প্রতিষ্ঠানটি কীভাবে পেশাজীবী প্রকৌশলী ও স্থপতিদের সাহায্য করতে সে বিষয়ে জোর দেন।

কর্মশালায় অংশ নেন এবিসি লিমিটেড, ডিডিসি লিমিটেড, ভিস্তারা আর্কিটেক্টস, ভলিউম জিরো আর্কিটেক্ট ও বে ডেভেলপমেন্টসের প্রকৌশলী-স্থপতি।

লাফার্জ ও সিমেন্টোস মলিনসের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। নির্মাণশিল্পে বিশ্বে অগ্রণী প্রতিষ্ঠান লাফার্জ ১৭৬ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন।‍

অর্থ বাণিজ্য