বাজে ফিল্ডিং হলেও দুর্দান্ত বোলিং ও ব্যাটিং করে সার্মথ্যের জানান দিয়েছে আফগানিস্তান। শক্তিশালী ভারতের বিপক্ষে নিজেদের উজার করে দিয়েছেন ক্রিকেটাররা। জয় না পেলেও শেষপর্যন্ত লড়াই করেছে নানাবিধ সমস্যায় জর্জরিত আফগানরা। তাদের ২৩ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ঘাম ঝরানো জয় পেয়েছে ভারত।
ভারত: ১৫৯/৫ (ওভার ২০)
আফগানিস্তান: ১৩৬ (ওভার ১৯.৩)
ফল: ভারত ২৩ রানে জয়ী
প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের সামনে আফগান অধিনায়ক নওরোজ মঙ্গলের এমন সিদ্ধান্তে অনেকে আশ্চর্য হয়েছেন। তবে খেলতে নেমে ২২ গজের মধ্যে আফগান বোলারদের চোখ রাঙানি ভালোভাবেই টের পেয়েছেন ব্যাটসম্যানরা। সঠিক লাইন-লেন্থের বোলিংয়ের সামনে সাবলীনভাবে খেলতে পারেননি গম্ভীর, শেবাগ ও যুবরাজরা।
বোলিং দুর্দান্ত হলেও বাজে ফিল্ডিংয়ের কারণে বৃথা গেছে সব! একটি দুটি নয়; পাঁচটি ক্যাচ ফেলে দিয়েছেন ফিল্ডাররা। খারাপ ফিল্ডিংয়ের বদৌলতে জীবন পেয়েছেন ভারতের সহঅধিনায়ক বিরাট কোহলি, যুবরাজ সিং ও সুরেশ রায়না।
২.১ ওভারেই ভারতীয় শিবিরে কাঁপন ধরিয়ে দেন দ্রুতগতির বোলার শাপুর জাদরান। বাঁহাতি এই পেসারের বলে সরাসরি বোল্ড হন উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর (১০)। সুবিধা করতে পারেননি মারকুটে ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ। ব্যক্তিগত ৮ রানে শাপুরের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন দিল্লির এই ডানহাতি ক্রিকেটার।
দলের ১৫ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। বোলাররা ধারাবাহিকতা ধরে রাখলেও আফগান ফিল্ডারদের ভুলে বিপর্যয় সামলে বড় স্কোর গড়তে সমস্যা হয়নি ধোনিদের। শেষপর্যন্ত নির্ধারিত ওভারে বিরাট কোহলির ৫০, সুরেশ রায়নার ৩৮ ও অধিনায়ক ধোনির অপরাজিত ১৮ রানে ভর করে পাঁচ উইকেটে ১৫৯ রান করে ভারত। দুটি উইকেট নেন শাপুর। এছাড়া একটি করে উইকেট শিকার করেন দৌলত জাদরান, করিম সাদিক ও মোহাম্মদ নবী।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ খেলেছে আফগানিস্তান। যদিও অভিজ্ঞ ভারতের বোলিং আক্রমণ মোকাবেলা করে গন্তব্যে পৌঁছাতে পারেনি। তবে গুটিয়ে যাওয়ার আগে করিম সাদিকের ২৬, নওরোজ মঙ্গলের ২২, মোহাম্মদ নবীর ৩১ ও মোহাম্মদ শাহজাদের ১৮ রানের সুবাদে ১৩৬ রান করতে পারে আফগানরা। তিনটি উইকেট নেন যুবরাজ সিং।
ভারত দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), গৌতম গম্ভীর, বীরেন্দ্র শেবাগ, বিরাট কোহলি, যুবরাজ সিং, সুরেশ রায়না, রোহিত শর্মা, ইরফান পাঠান, রবিচন্দ্রন অশ্বিন, জহির খান ও লক্ষ্মীপতি বালাজি।
আফগানিস্তান দল: নওরোজ মঙ্গল (অধিনায়ক), করিম সাদিক, আসগর স্টানিকজাই, মোহাম্মদ শাহজাদ, নাজিবুল্লাহ জাদরান, শফিউল্লাহ, মোহাম্মদ নবি, গুলবোদিন নাইব, সামিউল্লাহ শেনওয়ারি, দৌলত জাদরান ও শাপুর জাদরান।