ওয়াটসনের অর্ধশতকে অস্ট্রেলিয়ার জয়

ওয়াটসনের অর্ধশতকে অস্ট্রেলিয়ার জয়

অ্যায়ারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়া। নিজেদের উদ্বোধনী ম্যাচে শেন ওয়াটনসনের অর্ধশতকে অসিরা সাত উইকেটে হারিয়েছে আইরিশদের।

আয়ারল্যান্ড: ১২৩/৭ (ওভার ২০)
অস্ট্রেলিয়া: ১২৫/৩ (ওভার ১৫.১)
ফল: অস্ট্রেলিয়া সাত উইকেটে জয়ী

প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় আইরিশরা। রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান উইলিয়াম পোর্টারফিল্ড। শেন ওয়ানটসনের বলে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দেন আইরিশ অধিনায়ক।

পোর্টারফিল্ড বিদায় নেওয়ার পর আরও তিন উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড। পল স্টারলিংকে (৭) স্টার্ক, এড জয়েসকে (১৬) ম্যাক্সওয়েল এবং উইলসনকে (৫) আউট করেন ব্রাড হগ। পঞ্চম উইকেটে দলের হার ধরেন নাইল ও’ ব্রায়েন ও কেভিন ও’ ব্রায়েন। এই জুটিতে আসে গুরুত্বপূর্ণ ৫২ রান। ব্যক্তিগত ২০ রানে ওয়াটসনের দ্বিতীয় শিকার হন নাইল।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে কেভিন ও’ ব্রায়েনের ৩৫ রানে ভর করে সাত উইকেটে ১২৩ রান করতে পারে আয়ারল্যান্ড। ২৬ রান দিয়ে তিনটি উইকেট নেন শেন ওয়াটসন। এছাড়া দুটি উইকেট নেন মিচেল স্টার্ক।

জবাবে খেলতে নেমে তিন উইকেট হারিয়ে গন্তব্যে পৌঁছায় অস্ট্রেলিয়া। তখনো বাকি ছিলো ২৯ বল। ৩০ বলে ৫১ রান করেন শেন ওয়াটসন। পাঁচটি চার ও তিনটি ছয়ের মার ছিলো ওয়াটসনের ইনিংসে। এছাড়া ২৬ রান করেন ডেভিড ওয়ার্নার।

অস্ট্রেলিয়া দল: জর্জ বেইলি (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, মাইকেল হাসি, ক্যামেরন হোয়াইট, গ্লেন ম্যাকওয়েল, ম্যাথু ওয়াডে, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, ব্রাড হগ, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক।

আয়ারল্যান্ড দল: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), পল স্টারলিং, এড জয়েস, নাইল ও’ব্রায়েন, গ্যারি উইলসন, কেভিন ও’ব্রায়েন, আলেক্স কুসাক, ট্রেন্ট জনস্টন, নিগেল জোনেস, জর্জ ডকরেল ও বয়ড রানকিন।

খেলাধূলা