এবার ‘বাটি চালান’

এবার ‘বাটি চালান’

কোরবানীর ঈদে আসছে পলাশ মাহবুবের রচনায় ধারাবাহিক নাটক ‘বাটি চালান’। ঈদের পাঁচ পর্বের বিশেষ এই ধারাবাহিকটি প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে। ‘জর্দা জামাল’ ও সিক্যুয়াল ধারাবাহিক ‘হাঁটাবাবা রিটার্ন’ও ছিলো গেলো ঈদে পলাশ মাহবুরের আলোচিত দুই নাটক।

নতুন এই ধারাবাহিক প্রসঙ্গে পলাশ মাহবুব বলেন, গেলো ঈদে ‘জর্দা জামাল’ ও সিক্যুয়াল ধারাবাহিক ‘হাঁটাবাবা রিটার্ন’ দর্শকপ্রিয়তা পেয়েছে এ কথা দাবি করা যায়।  এর আগের ঈদে পাঁচ পর্বের ধারাবাহিক ‘হাঁটাবাবা’ও পছন্দ করেছিলেন দর্শকরা। আশা করছি, নতুন ধারাবাহিক ‘বাটি চালান’ও দর্শকদের ভালো লাগবে।

তিনি বলেন, বাটি চালান বক্তব্যধর্মী নাটক তবে যেহেতু ঈদ উৎসবের নাটক তাই ‘বাটি চালান’ হবে হাস্যরসাত্মক এবং এর মাধ্যমেই থাকবে বিশেষ কিছু মেসেজ।

বাটি চালান নাটকটি পরিচালনা করবেন হাসান মোরশেদ।

বিনোদন