বাবা হলেন কাজী শুভ

বাবা হলেন কাজী শুভ

বাবা হলেন দূরবীণ ব্যান্ডের ভোকাল কাজী   শুভ। সোমবার রাত ৮টা ৩০ মিনিটে শুশুরবাড়ী রংপুরের আপডেট কেয়ার সেন্টারে কাজী শুভর স্ত্রী আদিবা লাবিব কন্যা সন্তানের জন্ম দেন। বিয়ের দেড় বছর পর বাবা হলেন কাজী শুভ।

এ সংবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি অনেক আনন্দিত। আমি রংপুরে ১০-১২ দিন আগেই এসেছি। আল্লাহর রহমতে আমার স্ত্রী এবং সন্তান দুজনই সুস্থ আছেন। সবার কাছে দোয়া কামনা করছি।’

প্রাথমিকভাবে কাজী শুভ তাঁর কন্যা সন্তানের নাম রেখেছেন পূর্নতা।

উল্লেখ্য,২০০৯ সালে কাজী শুভর প্রথম অ্যালবাম ‘সাদামাটা’ বাজারে আসে। এরপর এ বছর ঈদে আসে তার দ্বিতীয় একক ‘সাদামাটা ২’।তাঁর গাওয়া ‘তুমি বিনে আকুল পরান’, ‘সোনা বউ শুনছোনি’ গানগুলো শ্রোতামহলে দারুণ জনপ্রিয়তা পায়।

এবার কুরবাণী ঈদে একটি মিক্সড অ্যালবামের সবগুলো গানের সুর করবেন বলে জানিয়েছেন তিনি।

বিনোদন