তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, বাংলাদেশের গণমাধ্যম শতভাগ স্বাধীনতা ভোগ করে। তবে তারা অনেক সময় দায়িত্বশীল আচরণ করে না।
মিডিয়াকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, গণমাধ্যম সরকারের সমালোচনা করবে এটাই ঠিক। তবে অনেক সময় দেখা যায়, তারা রাজনৈতিক দলের হয়ে কাজ করে। এটা ঠিক নয়। তাদের নিরপেক্ষভাবে কথা বলতে হবে।
রোববার রাজধানীর সোনারগাঁ হোটেলে ‘নেতৃত্ব ২০১২: গণমাধ্যম সেশন’ এ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সার্ক চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং এফবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক সায়মন ড্রিং, নিউএজ সম্পাদক নুরুল কবির, পাকিস্তানের ডন পত্রিকার কমামিস্ট জাভেদ নাকভী, নেপালের হিমেল সাউথ এশিয়ার সম্পাদক কনক মাহি দীক্ষিত প্রমুখ।