জামালপুর বিএনপির নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
জামালপুর জেলা বিএনপি ও এর বিভিন্ন ইউনিট নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
রোববার রাত ৯টা ২০ মিনিটে গুলশানে খালেদার রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় শুরু হয়।
সভায় জামালপুর বিএনপির ২৮ জন নেতা বক্তব্য দেন। তারা সাংগঠনিক কাজে পরস্পরের মধ্যে ভুল বোঝাবুঝি, রেষারেষির বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এছাড়া তাদের জেলায় সমস্যা, সরকারের পুলিশি নির্যাতন, সরকারি দলের নির্যাতন, নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলাসহ বিভিন্ন বিষয় খালেদা জিয়াকে জানান।
খালেদা জিয়া তাদের বলেন, “দেশের স্বার্থে নিজেদের মধ্যে সব ভুল বোঝাবুঝি ভুলে যেতে হবে। একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।”
তিনি বলেন, “আমাদের সামনে এখন কঠিন সময়। দেশে বাকশালী শাসন চলছে। দেশকে রক্ষা করতে হবে। ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতিকে বাঁচাতে লুটাপাটের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।”
খালেদা বলেন, “একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে আমাদের আন্দোলন চলছে। এই দাবির চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে আমাদের মধ্যে ঐকমত্য থাকতে হবে।”
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জামালপুর জেলা সাধারণ সম্পাদক ওয়ারেস আলী মামুন, সাংগঠনিক সম্পাদক শহীদুল হক খান দুলাল, সদর থানা সভাপতি শাহীদুর রহমান খোকা, সাধারণ সম্পাদক শফিউর রহমান শফি, সদর থানার সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিলন, সরিষাবাড়ী থানা সভাপতি আজিম উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম তালুকদার, মাদারগঞ্জ থানার সভাপতি ফাইরুল ইসলাম রানজু, সাধারণ সম্পাদক মাসুদ খান।
আরও উপস্থিত ছিলেন— মেলানদহ থানার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রহীম, দেওয়ানগঞ্জ উপজেলা সভাপতি রাশিদুজ্জাজামান মিজান ইসলামপুর থানার সভাপতি সাবেক কেবিনেট সচিব এএসএম আবদুল হালীম, জেলা বিএনপির সদস্যসাবেক মন্ত্রী সিরাজুল হকসহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতা।