ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রাইম ইসলামী ব্রোকারেজ হাউজকে স্টক ডিলার সার্টিফিকেট (সনদ) দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
রোববার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
ওয়েবসাইটে আরও জানানো হয়, প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেডের সার্টিফিকেট নম্বর- আরইজি.-৩.১/ডিএসই-১০৪/২০১০/৪৪০। ডিএসইতে এ হাউজের মেম্বার নম্বর ১০৪ এবং ৬ ডিজিটের আইডি নম্বর ডিএলআরপিআইএস।