শিল্প-সাহিত্য বিষয়ক অনুষ্ঠান ‘ইচ্ছে ঘুড়ি’তে এবার অতিথি হিসেবে থাকবেন নির্মাতা, নাট্য ব্যক্তিত্ব, লেখক ও চিত্রশিল্পী আফজাল হোসেন। একুশে টেলিভিশনের সাপ্তাহিক এই অনুষ্ঠানটির সঞ্চালকের ভূমিকা পালন করছেন মুজতবা আহমেদ মুরশেদ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাসুদুল হাসান রনি।
রনি অনুষ্ঠানটি সম্পর্কে বলেন, ‘প্রাজ্ঞ, চিন্তাশীল, বয়োজেষ্ঠ্য ও একেবারে তরুণ লেখক বা সম্পাদকের কথোপকথনে বাংলা সাহিত্যের সমসাময়িক গতিধারা, বিশ্বসাহিত্য, সাময়িকী, লিটলম্যাগ, সমাজ-অর্থনীতি, চলচ্চিত্র ইত্যাদী বিষয় নিয়ে সাজানো হয়েছে শিল্প-সাহিত্য বিষয়ক অনুষ্ঠান ইচ্ছেঘুড়ি।’
রনি আরও বলেন, ‘অনুষ্ঠানটির এবারের পর্বে আমাদের অতিথি আফজাল হোসেন। তিনি অভিনেতা হিসেবে বেশি পরিচিত হলেও সাহিত্যাঙ্গণেও তার পদচারণা রয়েছে। সেদিক বিবেচনা করেই তাকে আমরা অনুষ্ঠানটিতে আমন্ত্রন করেছি। এতে সাহিত্য ও শিল্পভাবনা বিষয়গুলো সম্পর্কে আলোচনা করছেন তিনি।’
ইচ্ছেঘুড়ির পর্বটি প্রচারিত হবে ১৭ সেপ্টেম্বর, সোমবার বেলা ৫টা ২৫ মিনিটে।