মহানবী হযরত মোহাম্মদের (সা.) অবমাননা করে নির্মিত মার্কিন সিনেমার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দ্য ইনোসেন্স অব মুসলিমস’ নামে যে ছবিটি নির্মাণ করে ইন্টারনেটে ছাড়া হয়েছে তা ইসলাম ও নবী মোহাম্মদের (সা.) জন্য মর্যাদাহানিকর। এটা শুধু আক্রমণাত্মকই নয়, নিন্দাযোগ্য কাজ।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, বাংলাদেশ এ ব্যাপারে উদ্বিগ্ন যে, এমন অবমাননাকর আক্রমণাত্মক বিষয়ের পক্ষে অবস্থান নিতে অনেকে মত প্রকাশের স্বাধীনতার দোহাই দেওয়ার চেষ্টা করছে। কোনো বিশ্বাস বা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় যে কাজ, তা কখনোই সভ্য আচরণ হতে পারে না এবং তা ক্ষমার অযোগ্য ।