ভাইঝি সিমিন হোসেন রিমি’র জনসভা বন্ধ এবং নিজের নিরাপত্তা চেয়ে রিটার্নিং অফিসার এবং গাজীপুরের পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন তার চাচা স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আফছার উদ্দিন আহমদ খান।
শনিবার সকাল সাড়ে ১০টায় গাজীপুর-৪ আসনের (কাপাসিয়া) উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রিমির ওই জনসভা হওয়ার কথা ছিলো।
এর আগেই আফছার উদ্দিন স্বাক্ষরিত আবেদনপত্রটি তার একান্ত সহকারী অ্যাডভোকেট সারোয়ার-ই-কায়নাতের মাধ্যমে রিটার্নিং অফিসার ও পুলিশ সুপারের কাছে জমা দেওয়া হয়।
বাংলানিউজের কাছে অ্যাডভোকেট সারোয়ার-ই-কায়নাত আবেদন দাখিলের কথা স্বীকার করেন।
আবেদনে বলা হয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিমিন হোসেন রিমি মাইকিং করে একাধিক সংসদ সদস্যের নামে জনসভার প্রচারণা চালাচ্ছেন। রিমির কর্মী জনৈক কামাল মোল্লা ও কাজল মোল্লা সিংহস্রী ইউনিয়নে তার নির্বাচনী অফিস ভেঙে ফেলেছেন।
অভিযোগে বলা হয়, হত্যা মামলার আসামি রুবেল কিশোর ও আলমগীর তাকে ও তার কর্মী সমর্থকদের ভয়-ভীতি দেখাচ্ছেন। এ ছাড়া সমাবেশের মাধ্যমে এরইমধ্যে রিমি আচরণ বিধি লংঘন করেছেন বলে মৌখিক অভিযোগ দিলেও নির্বাচন কমিশন কোন ব্যবস্থা নেয়নি।
অভিযোগে উল্লেখ করা হয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিমিন হোসেন রিমি বার বার আচরণ বিধি লংঘন করলেও নির্বাচন কমিশন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। এ অবস্থা চলতে থাকলে এ নির্বাচন কমিশনের অধীন ৩০ সেপ্টেম্বরের উপ-নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে যথেষ্ট শংকা বিদ্যমান।
আবেদনে অবিলম্বে আচরণবিধি অনুসারে মাইকিং করে জনসভা বন্ধ, হত্যা মামলার আসামি গ্রেফতার ও তার নিজের এবং কর্মীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানা আফছার।