কাপাসিয়ার নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত থাকায় মন্ত্রিত্ব নেইনি: তোফায়েল

কাপাসিয়ার নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত থাকায় মন্ত্রিত্ব নেইনি: তোফায়েল

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি  বলেছেন, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ বঙ্গতাজ তাজউদ্দিন ভাইয়ের মেয়ে রিমি নির্বাচন করছেন।  সেই গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপ-নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত থাকায় আমি মন্ত্রিত্ব নেইনি। তাজউদ্দিন ভাইয়ের রক্তের ঋণ পরিশোধের জন্য আমি কাপাসিয়াবাসীর কাছে এসেছি।

তিনি আরো বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাজ উদ্দিন আহমদের অবদান সম্পর্কে জাতি অবহিত। সেই তাজউদ্দিনের ভাই হয়ে আফছার ভাই (রিমির চাচা উপনির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আফছার উদ্দিন অঅহমেদ) কেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি তা জাতির কাছে স্পষ্ট নয়।

শনিবার সন্ধ্যায় কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের রণেন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের প্রার্থী শহীদ বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের কন্যা সিমিন হোসেন রিমির প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণে আওয়ামী লীগের গাজীপুর-৪ উপ-নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সম্বয়কারী  তোফায়েল আহমেদ এমপি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ তার বক্তব্যে বলেন, ‘‘তাজউদ্দিন ভাইয়ের সঙ্গে রাজনীতি করেছি। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে আমি তাজউদ্দিন ভাইয়ের সঙ্গেই ছিলাম। দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী সেই তাজউদ্দিন ভাইয়ের মেয়ের জন্য আমি তাজউদ্দিন ভাইয়ের ছোট ভাই আফছার ভাইকে একাধিকবার অনুরোধ করেছি। আওয়ামী লীগের ১২ জন মনোনয়ন প্রত্যাশী রিমিকে সমর্থন দিয়েছেন। গত রমজান মাসে আমি সকলকে নিয়ে সভা করেছি। নৌকার পক্ষে সকলে থাকবেন বলেও কথা দেন। কিন্তু আফছার উদ্দিন খান কেন থাকলেন না জানি না। তিনি আমার অনুরোধ রক্ষা করেননি।’’
স্বাধীন বাংলাদেশের পূর্ব-উত্তর ইতিহাসের কালজয়ী নেতা তোফায়েল আহমেদ আবেগ জড়িত কণ্ঠে বলেন, আর কিছু না হোক, তাজউদ্দিন ভাইয়ের মেয়ে বিজয়ী হলে তাজউদ্দিন ভাইয়ের বিদেহী আত্মা শান্তি পাবে। তিনি কাপাসিয়াবাসীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে সিমিন হোসেন রিমিকে জয়ী করার আহবান জানান।
সিমিন হোসেন রিমি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘‘বঙ্গবন্ধু-বঙ্গতাজের আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় একটি আধুনিক কাপাসিয়া গড়তে সকলের সহযোগিতা, দোয়া ও ভোট চাই।’’

টোক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন, গাজীপুর-১ আসনের সাংসদ অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজ চুমকি, টঙ্গি পৌরসভার মেয়র অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজগর রশিদ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ছানাউল্লাহ ও জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমানত হোসেন খান প্রমুখ।

রাজনীতি