জাতীয় আয়কর দিবস উপলেক্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
শোভাযাত্রাটি শনিবার সকাল সোয় ৮টায় রাজস্ব ভবন থেকে শুরু হয়ে প্রেসক্লাব হয়ে আবার জাতীয় রাজস্ব ভবনে শেষ হয়।
শোভাযাত্রার নেতৃত্ব দেন এনবিআর চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ। এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনবিআর সদস্য সৈয়দ আমিনুল করমি, এম এ কাদের সরকার, ফরিদ উদ্দিন, ফিরুজ শাহ আলম, মো. আলাউদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত, করদাতাদের আয়কর প্রদানে উৎসাহিত করতে ২০০৮ সাল থেকে ‘জাতীয় আয়কর দিবস’ পালন করছে এনবিআর। এ দিবসে বিভিন্ন ক্যাটাগরিতে দেশের সর্বোচ্চ করদাতাদের সম্মামনা দেওয়া হয়।
প্রতি বছর দেশেরে মোট রাজস্ব আয়ের ৩০ শতাংশ প্রত্যক্ষ কর বা আয়কর থেকে আসে। রাজস্ব র্বোডরে এক তথ্য মতে, ২০১১-১২ অর্থবছরে ২৮ হাজার ৩৬০ কোটি টাকা, ২০১০-১১ অর্থবছরে ২৩ হাজার ২৩ হাজার ৭ কোটি টাকা, ২০০৯-১০ অর্থবছরে ১৭ হাজার ৪১ কোটি টাকা, ২০০৮-০৯ অর্থ বছরে ১৩ হাজার ৮৫৮ কোটি টাকা, ২০০৭-০৮ অর্থবছরে ১১ হাজার ৭৪৪ দশমকি ৬৬ কোটি টাকা এবং ২০০৬-০৭ অর্থবছরে ৮ হাজার ৭২১ কোটি টাকা আয়কর আদায় হয়েছে।